• ভাড়া কমবে? জবাব এড়ালেন রেলমন্ত্রী
    বর্তমান | ২৭ জুলাই ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘অকুপেন্সি’ ৫০ শতাংশের কম হলে ট্রেনের এসি চেয়ার কার এবং এগজিকিউটিভ ক্লাসের চেয়ার কারের বেসিক ফেয়ারের উপর ২৫ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা। সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছিল রেলমন্ত্রক। বুধবার লোকসভায় এই ইস্যুতেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে লিখিতভাবে প্রশ্ন করেন বিজেপি সাংসদ রাকেশ সিং এবং কংগ্রেস এমপি মানিকম টেগোর বি। জানতে চান যে, অন্য কোচের ক্ষেত্রেও ভাড়ায় ছাড় সংক্রান্ত কোনও সিদ্ধান্ত কার্যকর করার চিন্তাভাবনা করা হচ্ছে কি না। লিখিত জবাবে সরাসরি এর কোনও উত্তর না দিয়ে এড়িয়ে গিয়েছেন রেলমন্ত্রী। শুধুমাত্র জানিয়েছেন, ‘টিকিটের চাহিদা বৃদ্ধি করার জন্য যাত্রীভাড়া নিয়ে নানারকম চিন্তাভাবনা নিয়মিতভাবে হতেই থাকে।’ রেলমন্ত্রীর এহেন জবাব নিয়ে প্রত্যাশিতভাবেই জল্পনার সৃষ্টি হয়েছে। 
  • Link to this news (বর্তমান)