• বর্তমান | ২৭ জুলাই ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘দাদা দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তাই বলে পেটে লাথি মারলে চুপ থাকব না। নিজেদের দাবি মেটানোর আন্দোলনে নরেন্দ্র মোদির বিরুদ্ধেই রাজধানীর রাজপথে নামব।’ বৃহস্পতিবার সংসদ ভবনের অদূরে তালকাটোরা স্টেডিয়ামে দাঁড়িয়ে সংগঠনের সভায় এই মন্তব্যে মোদি সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়লেন নরেন্দ্র মোদির আপন ভাই প্রহ্লাদ ভাই মোদি। আমেদাবাদের এক রেশন দোকানের মালিক তিনি। আর তাঁর কথার সুর ধরেই অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুও জানিয়ে দিলেন, রেশন দোকানদারদের কমিশন বৃদ্ধি সহ  মাসে অন্তত ৫০ হাজার টাকা উপার্জন নিশ্চিত না করলে আগামী ১৬ জানুয়ারি ‘সংসদ ঘেরাও’ অভিযান হবে। উপার্জন গ্যারান্টির দায়িত্ব নিতে হবে কেন্দ্রকেই। রাজ্যের ঘাড়ে চাপালে চলবে না। কারণ, জাতীয় খাদ্য সুরক্ষা আইনে রেশনে চাল-গম দেওয়ার প্রকল্পটি কেন্দ্রেরই। সংগঠনের এই মোদি সরকার বিরোধী কর্মসূচিকে সমর্থন জানালেন ফেডারেশনের বার্ষিক সভায় উপস্থিত কংগ্রেস এমপি প্রদীপ ভট্টাচার্য। সংসদের অধিবেশনে ব্যস্ত থাকায় এদিন সংগঠনের উপদেষ্টা তথা তৃণমূল এমপি সৌগত রায় হাজির হতে পারেননি। তবে তিনি জানান, রেশন দোকানদারদের দাবি সমর্থন করি। ওঁদের মোদি বিরোধী কর্মসূচি সঠিক।
  • Link to this news (বর্তমান)