• নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থীদের রক্ষাকবচের নির্দেশ হাইকোর্টের
    বর্তমান | ২৮ জুলাই ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  নন্দীগ্রামের জয়ী ১৫ জন বিজেপি প্রার্থীকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার পর্যন্ত, তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারির মতো কঠোর পদক্ষেপ করা যাবে না। এক অন্তর্বর্তী স্থগিতাদেশে এটাই জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এখনও পর্যন্ত ওই বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে ১৮টি এফআইআর হয়েছে বলে দাবি। বৃহস্পতিবারের শুনানিতে বিজেপির তরফে দাবি করা হয়, নন্দীগ্রামে একাধিক গ্রাম পঞ্চায়েতে যাতে বিজয়ী প্রার্থীরা বোর্ড গঠন না করতে পারেন সে-জন্যই তাঁদের বিরুদ্ধে ভুয়ো মামলা দেওয়া হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের তরফে কোনও স্পষ্ট উত্তর না মেলায় সোমবার পর্যন্ত ওই বিজেপি প্রার্থীদের রক্ষাকবচের নির্দেশ দেন বিচারপতি সেনগুপ্ত। নন্দীগ্রামের ১ ও ২ নম্বর ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতে জয় পেয়েছেন বিজেপি প্রার্থীরা। কিন্তু ভোট মিটতেই জয়ী প্রার্থীদের হুমকি, ভয় দেখানো, মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠছে। এজন্যই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই বিজেপি প্রার্থীরা।
  • Link to this news (বর্তমান)