• দক্ষিণ ২৪ পরগনায় ছাড়া হবে ৩২ লক্ষ গাপ্পি মাছ
    বর্তমান | ২৯ জুলাই ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মশার লার্ভা মারতে জেলায় ছাড়া হবে ৩২ লক্ষের বেশি গাপ্পি মাছ। ব্লক ভিত্তিক তার বণ্টন শুরু হয়ে গিয়েছে। তবে গতবারের তুলনায় এবার অনেকটাই কম পরিমাণ মাছ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, জেলায় ডেঙ্গু আক্রান্তের হার নিয়ন্ত্রণেই রয়েছে বলে খবর। জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ১৮২ জন এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। তবে স্বস্তির বিষয় হল, শুক্রবার পর্যন্ত কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। 

    বর্ষা আসতেই বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। মশার লার্ভা নষ্ট করতে পুরসভাগুলির তরফে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু প্রতিবারের মতো এবারও খাল, বিল, নালা ইত্যাদি জলাশয়ে লার্ভা যাতে জমতে না পারে, তার জন্য এই গাপ্পি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দক্ষিণ ২৪ পরগনায় গতবার ৮৩ লক্ষ গাপ্পি মাছ দেওয়া হলেও, কেন এবার এত কম বরাদ্দ করা হল, তা স্পষ্ট নয়। এবারে জেলায় দেখা যাচ্ছে, বারুইপুর, ফলতা এবং কুলতলিতে তুলনামূলক ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। আর সেখানেই গাপ্পি মাছ কম বরাদ্দ করা হয়েছে। যেমন বারুইপুরে দেওয়ার কথা রয়েছে ১৪ হাজার ৫২২টি মাছ, কুলতলির জন্য ধরা হয়েছে ৮১ হাজার ৬৫২টি মাছ। তবে বজবজ ২ এবং কুলপি ব্লক পাচ্ছে সব থেকে বেশি মাছ (তিন লক্ষাধিক)। এদিকে, ডেঙ্গু নিয়ে এবারও চিন্তায় রাখছে গ্রামীণ এলাকাগুলি। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, মোট ১৮২টি আক্রান্তের মধ্যে দেড়শো জনই গ্রামের বাসিন্দা। দু’টি স্বাস্থ্য জেলার মধ্যে দক্ষিণ ২৪ পরগনাতেই আক্রান্ত হয়েছেন ১১৭জন। 
  • Link to this news (বর্তমান)