• Tripura: মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবিতে ধরনায় ত্রিপুরার তৃণমূল নেতা-কর্মীরা
    আজকাল | ৩০ জুলাই ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক, আগরতলা: মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবিতে আগরতলার কুঞ্জবনে গান্ধীমূর্তির সামনে শনিবার ধরনা অবস্থান করল ত্রিপুরার তৃণমূল কংগ্রেস।

    গত ৩ মে থেকে ৮৯ দিন ধরে সাম্প্রদায়িক হিংসা চলছে মণিপুরে। হত্যা, গৃহদাহ, ধর্ষণ চলছে নির্বিচারে। আইনের শাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে। এসব ঘটনা তুলে ধরে সব কিছুর জন্য রাজ্য বিজেপি সরকারের ভূমিকার তীব্র সমালোচনা শোনা যায় তৃণমূলের যুব ও মহিলা শাখার নেতা কর্মীদের মুখে। হাতে নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে যুব ও মহিলা কর্মীরা ধরনায় বসেছিলেন। ত্রিপুরা মহিলা তৃণমূলের সভানেত্রী পান্না দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেটি বাঁচাও বেটি পড়াও ধ্বনি আজ দেশজুড়ে নিদারুণ প্রহসনে পরিণত হয়েছে। দেশের যেখানেই মোদির দলের সরকার চলছে সেখানেই প্রতিদিন মহিলাদের ইজ্জত লুন্ঠন চলছে। মণিপুরে মহিলাদের নগ্ন করে রাস্তায় ঘোরানো হচ্ছে। এর প্রতিবাদে ধরনায় বসেছি। যুব তৃণমূলের রাজ্য সভাপতি শান্তনু সাহা বলেন, তিন মাস ধরে মণিপুরে এই ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। দায়িত্বহীন বিজেপি সরকারের একদিনও ক্ষমতায় থাকার অধিকার নেই। এদিন তৃণমূলের এই ধরনা কর্মসূচি বহু পথচারীর দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়। 

     
  • Link to this news (আজকাল)