• Telengana: ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি তেলেঙ্গানায়, মৃত্যু বেড়ে ২৩
    আজকাল | ৩০ জুলাই ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: রেকর্ড ভাঙা বৃষ্টি তেলেঙ্গানায়।

    ভারী বৃষ্টিতে জেলায় জেলায় বন্যা পরিস্থিতি। বৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে রাজ্যে মৃত্যু বেড়ে ২৩। শুধুমাত্র শুক্রবারেই ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যাঁদের মধ্যে ৮ জন কোন্দাই জেলার বাসিন্দা। বাকি ছয়জন মুলুগু গ্রামের বাসিন্দা। 

    প্রশাসন সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই টানা ভারী বৃষ্টির সাক্ষী থাকছে তেলেঙ্গানা। যার জেরে মুলুগু সহ রাজ্যের একাধিক গ্রাম জলমগ্ন। বৃহস্পতিবার প্লাবিত এলাকা ছেড়ে নিরাপদ স্থানে যাচ্ছিলেন একদল গ্রামবাসী। আচমকা জলের তোড়ে ভেসে যান ৮ জন। শুক্রবার ৬ জনের দেহ উদ্ধার করা গেছে। এখনও নিখোঁজ ২ জন। 

    মৌসম ভবন জানিয়েছে, ৩১ জুলাই পর্যন্ত তেলেঙ্গানায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর থেকে কমবে বৃষ্টির পরিমাণ। নামবে জলস্তরও। 
  • Link to this news (আজকাল)