• Murshidabad: মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি ‌‌ও সহকারী সভাধিপতি নির্বাচন ১৬ আগস্ট
    আজকাল | ৩০ জুলাই ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আগামী ১৬ আগস্ট মুর্শিদাবাদ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের নিয়ে তৃণমূল কংগ্রেসের নতুন জেলা পরিষদ বোর্ড গঠিত হতে চলেছে।

    ৭৮ আসন বিশিষ্ট জেলা পরিষদে এবার তৃণমূল কংগ্রেস পেয়েছে ৭২ আসন। সভাধিপতির আসন এবার মহিলাদের জন্য সংরক্ষিত। 
    মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র একটি নির্দেশিকা জারি করে সমস্ত বিডিও এবং এসডিওদের নির্দেশ দিয়েছেন আগামী ১৬ আগস্টের মধ্যে মুর্শিদাবাদ জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েতে প্রত্যেকটিতে নবনিযুক্ত সদস্যদের নিয়ে বৈঠক করার। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৮–১১ আগস্টের মধ্যে গ্রাম পঞ্চায়েতগুলোর প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। ১২–১৪ আগস্টের মধ্যে পঞ্চায়েত সমিতির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে এবং ১৬ আগস্ট মুর্শিদাবাদ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। 
    জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে, নবনির্বাচিত সদস্যরা প্রথম বৈঠকে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান নির্বাচিত করবেন এবং পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে সভাপতি এবং সহকারী সভাপতি নির্বাচিত করবেন। জেলা পরিষদের সদস্যরা প্রথম বৈঠকে সভাধিপতি এবং সহকারী সভাধিপতি নির্বাচিত করবেন। পরবর্তী বৈঠকে ত্রিস্তরীয় পঞ্চায়েতের কর্মাধ্যক্ষরা মনোনীত হবেন। 
    জেলা পঞ্চায়েত আধিকারিক তথা জেলাশাসকের নির্দেশিকা বের হওয়ার পরই সমস্ত রাজনৈতিক দলের তরফে পঞ্চায়েতের বোর্ড গঠন করার প্রক্রিয়া এবং পদাধিকারীদের নাম ঠিক করার তৎপরতা তুঙ্গে উঠেছে। ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, ‘‌আমরা আশাবাদী ফারাক্কা ব্লকে ৯ টি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটিতে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করবে। আগামী ৯–১১ তারিখের মধ্যে গ্রাম পঞ্চায়েতগুলোর প্রধান ও উপপ্রধান নির্বাচন হবে এবং ১৪ তারিখ ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতি নির্বাচিত হবেন।’‌
     তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা চেয়ারম্যান অপূর্ব সরকার বলেন, ‘‌ত্রিস্তরীয় পঞ্চায়েত বোর্ড গঠন সংক্রান্ত বিস্তারিত আলোচনার জন্য রবিবার জেলা কমিটির একটি জরুরী বৈঠক ডাকা হয়েছে। রাজ্য নেতৃত্ব যেমন নির্দেশ দেবেন সেই অনুযায়ী কাজ হবে।’‌ 
    জঙ্গিপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান কানাই চন্দ্র মণ্ডল বলেন, ‘‌প্রধান, উপপ্রধান, সভাপতি এবং সহকারী সভাপতি এবং অন্যান্য পদাধিকারী কারা হবেন, পঞ্চায়েত ভোটে নির্বাচিত সদস্যদের সঙ্গে আলোচনা করে ব্লক সভাপতি ও স্থানীয় বিধায়করা তা ঠিক করছেন। জেলাপরিষদের পদাধিকারী ঠিক করার জন্য শীঘ্রই বহরমপুর সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে আলোচনায় বসা হবে।’‌ 
  • Link to this news (আজকাল)