• India-WI: ভারতের ব্যাটিং বিপর্যয়, ১৮১ রানে অলআউট
    আজকাল | ৩০ জুলাই ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: প্রথম একদিনের আন্তর্জাতিকে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচেই ব্যাটিং বিপর্যয় ভারতের।

    বিনা উইকেটে ৯০ রান থেকে ১৬৭ রানে ৯ উইকেট। মাত্র ৭৭ রানে ৯ উইকেট হারায় ভারত। একমাত্র সফল ঈশান কিষাণ। অর্ধশতরান করে ভারতের বাঁ হাতি ওপেনার আউট হতেই পতনের শুরু। হুড়মুড়িয়ে উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া। কোনও ব্যাটারই দাঁড়াতে পারেনি।  মিডল অর্ডার ডাহা ব্যর্থ। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। এদিন রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়। খেলেন সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেল। কিন্তু ব্যাট হাতে দু'জনেই ব্যর্থ। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে নেমে ৪০.৫ ওভারে ১৮১ রানে অলআউট হয়ে যায় ভারত। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি ভারতীয় ব্যাটাররা। ক্যারিবিয়ানদের নির্বিষ বোলিংয়ে এই পারফরম্যান্স একেবারেই প্রত্যাশিত নয়। মিডল অর্ডার পুরো ব্যর্থ। শুরুটা ভাল করেন ঈশান কিষাণ, শুভমন গিল। প্রথম উইকেটে ৯০ রান যোগ করে ওপেনিং জুটি। ৬টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৫৫ বলে ৫৫ রান করেন ঈশান। প্রথম ম্যাচেও অর্ধশতরান করেছিলেন। এদিন একদিনের ম্যাচে নিজের পঞ্চম পঞ্চাশ তুলে নেন। ৫টি চারের সাহায্যে ৪৯ বলে ৩৪ রান করেন। সঞ্জু স্যামসন (৯), অক্ষর প্যাটেল (১), হার্দিক পাণ্ডিয়া (৭) রান পায়নি। ছ'নম্বরে নেমে কিছুটা চেষ্টা করেন সুর্যকুমার যাদব।  কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ২৫ বলে ২৪ করে আউট হন। লোয়ার অর্ডারও রান পায়নি। ১৮১ রানে অলআউট হয়ে যায় ভারত। তিনটে করে উইকেট নেন গুদাকেশ মতি এবং রোমারিও শেফার্ড। জয়ের জন্য ১৮২ রান প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের। জয়ের হাতছানি রয়েছে ক্যারিবিয়ানদের সামনে। সিরিজে সমতা কি ফিরবে? নাকি বোলাররা ঢেকে দেবে ভারতীয় ব্যাটারদের ব্যর্থতা। 
  • Link to this news (আজকাল)