• অয়নের সংস্থার মাধ্যমে নিয়োগ পুর কর্মচারীদের তলব শুরু সিবিআইয়ের
    বর্তমান | ৩০ জুলাই ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের সংস্থার  মাধ্যমে বারাকপুর মহকুমার বরানগর, কামারহাটি সহ একাধিক পুরসভায় বহু নিয়োগ হয়েছিল। ওই সংস্থার মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মীদের নামের তালিকা তৈরির কাজ চালাচ্ছে সিবিআই। সেই সঙ্গে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলবও শুরু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ায় কামারহাটি, বরানগর সহ একাধিক পুরসভায় কর্মীদের একাংশের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। অভিযুক্ত সংস্থার মাধ্যমে কামারহাটি পুরসভায় ৩০৩ জন কর্মী নিয়োগ করা হয়েছিল। ২০১৭ এবং ২০১৯ সালে পরীক্ষা নিয়ে নিয়োগ হয়েছিল। অয়ন শীলের বান্ধবী বলে পরিচিত শ্বেতা চক্রবর্তীর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগও হয়েছিল এই পুরসভায়। আগেই শ্বেতাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। দু’দিন আগে নদীয়ার কৃষ্ণনগর এবং শান্তিপুর পুরসভার একাধিক কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই আবহে বারাকপুর মহকুমার পুরসভাগুলির কর্মীরা কার্যত আতঙ্কিত। ইতিমধ্যেই সিবিআই কামারহাটি পুরসভার ১৮ জন কর্মীকে তলব করে চিঠি পাঠিয়েছে। এই ১৮ জনই অয়ন শীলের সংস্থার মাধ্যমে চাকরি পেয়েছিলেন বলে সূত্রের খবর। ৩১ জুলাই তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তবে সিবিআই সূত্রে খবর, ওই দিনে নয়, খুব শীঘ্রই তাঁদের ফের ডাকা হবে। 

    কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, ‘আগেও সিবিআই পুরসভায় এসে যেসব তথ্য চেয়েছিল, আমরা সব দিয়েছি। তারপরেও আমাদের এগজিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার সিবিআই অফিসে গিয়ে সব তথ্য জমা দিয়েছিলেন। আগামী দিনেও সিবিআই আমাদের ডাকলে আমরা সবরকম সহযোগিতা করতে রাজি। আমাদের পুরসভার ১৮ জন কর্মীকে সিবিআই তলব করেছিল। পরে তা স্থগিত হয়েছে বলে শুনছি। তবে আগামী দিনে ডাকলেও কর্মীরা সিবিআইকে সহযোগিতা করবে।’ প্রসঙ্গত, অয়নের সংস্থা এবিএস ইনফোজেন প্রাইভেট লিমিটেডের মাধ্যমে বরানগর, টিটাগড়, হালিশহর পুরসভায় বহু নিয়োগ হয়েছিল। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এক পুর কর্মচারী ইউনিয়নের নেতার ছেলের চাকরি হয় বরানগর পুরসভায়। এই পুরসভায় একাধিক কাউন্সিলারের ছেলের চাকরিও হয়েছে। তাই যে কোনও সময় ডাক আসতে পারে ধরে নিয়ে কামারহাটি, বরানগর, হালিশহর সহ একাধিক পুরসভার কর্তাব্যক্তিরা কাগজপত্র নিয়ে প্রস্তুত রয়েছেন। বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক অবশ্য বলেন, ‘আমরা এখনও কোনও চিঠি পাইনি।’ হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলেন, ‘সিবিআই যখন এসেছিল, তখন আমাদের কাগজ দেখে 

    সন্তোষ প্রকাশ করেছিল। এরপরেও ডাকলে যাব।’ 
  • Link to this news (বর্তমান)