• রবিবারে ছুটির মেজাজে? সঙ্গে একটু হাসুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস
    হিন্দুস্তান টাইমস | ৩০ জুলাই ২০২৩
  • ১। ঋণগ্রস্থ এক জাপানি ব্যক্তি দোকানে গিয়ে দোকানিকে বলল, অনেক দিন হল আপনার টাকাটা দিতে পারছি না। আমি খুবই লজ্জিত। ইচ্ছে ‘হারিকিরি’ করে মরে যাই।

    এ কথা বলে জাপানি সত্যি সত্যিই পেটের একপাশে ছোরা স্পর্শ করে রেখে দিল।

    দোকানি বলল, ভিতরে টানুন।

    জাপানি বলল, না, ওটা ওই চালের দোকানে টানতে হবে।

    (২। ভিক্ষুক: স্যার, পাঁচটা টাকা ভিক্ষা দিন।

    পথচারী: আরে একটু আগেই তো তোমাকে পাঁচ টাকা দিলাম।

    ভিক্ষুক: অতীতের কথা ভুলে যান। অতীত নিয়ে পড়ে আছেন বলেই তো দেশের এই অবস্থা।

    (৩। মোল্লা নাসিরুদ্দিনের এক প্রতিবেশী শিকারে গিয়ে নেকড়ের কবল থেকে এক ভেড়াকে বাঁচিয়ে বাড়ি নিয়ে আসে, পুষবে বলে। শিকারির যত্নে ভেড়াটি দিন দিন নাদুস-নুদুস হয়ে উঠল। একদিন শিকারির লোভ হল ভেড়ার মাংস খাওয়ার। তাই জবাই করতে উদ্যত হতেই ভেড়াটি ভয়ে বিকট শব্দে চিৎকার জুড়ে ছিল। 

    ভেড়ার চিৎকারে নাসিরুদ্দিনের ঘুম গেল ভেঙে। ব্যাপারটা বোঝার জন্য সঙ্গে সঙ্গে প্রতিবেশীর বাড়িতে ছুটে গেলেন তিনি।

    তাঁকে দেখে শিকারি প্রতিবেশী লজ্জিত গলায় বললেন, ‘এই ভেড়াটার প্রাণ বাঁচিয়ে ছিলাম একবার।’

    ‘তাহলে ও তোমাকে গালি দিচ্ছে কেন?’

    ‘গালি দিচ্ছে?’

    ‘ভেড়া বলছে, তুমি একটা নেকড়ে।’

    (৪। বিচারক: ২০ টাকা পকেট মারার জন্য তোমাকে ১০০ টাকা জরিমানা করা হল।

    পকেটমার: স্যর, আমার কাছে মাত্র ২০ টাকা আছে।

    বিচারক: ২০ টাকায় হবে না।

    পকেটমার: বাকি টাকা এখনই এনে দিতে পারি, কিন্তু কিছুক্ষণের জন্য ছাড়তে হবে।

    (৫। এক সন্ধ্যায় মোল্লা নাসিরুদ্দিন হঠাৎ দেখতে পেলেন একদল ঘোড়সওয়ার তাঁর দিকে এগিয়ে আসছে। তিনি দিব্যদৃষ্টিতে যেন দেখতে পেলেন তাঁকে ধরে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে কিংবা সেনাবাহিনীতে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে।

    তিনি লাফ দিয়ে দেয়াল টপকে গোরস্থানে গিয়ে একটা খালি কবর দেখে শুয়ে পড়লেন। তার আচরণে কৌতূহলী হয়ে ঘোড়সওয়াররা গোরস্থানে ঢুকে পড়ল। দেখল নাসিরুদ্দিন একটা খালি কবরে শক্ত কাঠ হয়ে শুয়ে আছে। ‘কবরের ভিতর কী করছেন আপনি? আমরা কি সাহায্য করতে পারি?’

    ‘প্রশ্ন করেছেন বলেই সব প্রশ্নের সোজাসাপটা জবাব দেওয়া যায় না’, মোল্লা বললেন। 

    ‘পুরো ব্যাপারটা আপনাদের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে। যদি বলি আপনাদের জন্য আমার এখানে আসা আর আমার জন্যই আপনাদের এখানে আসা-তাহলে কি কিছু বুঝবেন?’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)