• এক মাস বিশ্রামের পরও দ্বিতীয় ODI-তে ‘ছুটি’! রোহিত-বিরাটের উপর খেপে লাল নেটপাড়া
    হিন্দুস্তান টাইমস | ৩০ জুলাই ২০২৩
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর পাক্কা এক মাস বিশ্রাম পান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট খেলেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেললেও ব্যাট করতে নামেননি। তারপরও দ্বিতীয় একদিনের ম্যাচে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ‘বিশ্রাম’ দেওয়া হওয়ায় প্রশ্নের মুখে পড়ল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তোপের মুখে পড়েছেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকাও। নেটিজেনদের প্রশ্ন, যে বছর ভারত ৫০ ওভারের বিশ্বকাপ খেলবে, সেই বছর অহেতুক দলের তারকা খেলোয়াড়দের বসিয়ে রাখার কি যুক্তি আছে? তাঁরা পর্যাপ্ত বিশ্রাম পেয়েছেন। আগামিদিনে ভারত যখন টি-টোয়েন্টি খেলবে (ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে), তখন বিশ্রাম পাবেন। তারপরও কেন তাঁদের বসিয়ে রাখা হবে? বিশেষত দুই তারকাই যখন আহামরি ফর্মে নেই, তখন তো আরও বেশি করে তো ম্যাচ খেলা দরকার। যাতে বিশ্বকাপের আগেই ছন্দ পেয়ে যান (বিশ্বকাপের আগে এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা আছে ভারতের)।

    এক নেটিজেন বলেন, ‘কেন রোহিত এবং বিরাটকে বিশ্রাম দেওয়া হবে? সত্যি কথা বলতে সাদা বলে ওদের ফর্ম একেবারেই গড়পরতা। আইপিএলের পর ঠিকমতো একদিনের ম্যাচ খেলেননি রোহিত এবং বিরাট। এক্ষেত্রে যুক্তিটা কী? যে বছর ৫০ ওভারের বিশ্বকাপ হচ্ছে, সেই বছর পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ না রেখে, পাঁচটি একদিনের ম্যাচ রাখা উচিত ছিল। উদ্ভট সিদ্ধান্ত বিসিসিআইয়ের।’

    একইসুরে অপর এক নেটিজেন বলেন, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর এক মাস বিশ্রাম পেলেন। দুটি টেস্ট খেললেন। প্রথম একদিনের ম্যাচে ব্যাট করলেন না। দ্বিতীয় একদিনের ম্যাচে বিশ্রাম পেলেন। তৃতীয় একদিনের ম্যাচের পর আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। সেইসময় বিশ্রাম পাবেন। জঘন্য কাজ রোহিত এবং বিরাটের।' অপর একজন বলেন, '(৫০ ওভারের) বিশ্বকাপে খেলতে চলেছেন, এরকম গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারেন না। তাঁদের মাঠে সময় কাটানো উচিত। সবে ফর্ম ফিরে পেয়েছিলেন কোহলি। বড় রান করতে সমস্যায় পড়ছেন রোহিত। এমনকী তাঁরা টি-টোয়েন্টি সিরিজেও নেই। খেলোয়াড়দের এই বিশ্রাম দেওয়ার যুক্তি আমি বুঝি না।

    কারও কারও বক্তব্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে টসের সময় বিরাট ও রোহিতকে নিয়ে ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া যে যুক্তি দিয়েছেন, সেটা তো জাদেজার ক্ষেত্রে আরও বেশি প্রয়োজ্য। তেমনই এক নেটিজেন বলেন, 'জাদেজা তো আইপিএলে শেষ ম্যাচ পর্যন্ত খেলেছিলেন (শেষ বল পর্যন্ত খেলেছিলেন)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছিলেন। তাঁকেও কেন বিশ্রাম দেওয়া হচ্ছে না।'

    উল্লেখ্য, শনিবার ব্রিজটাউনে টসের সময় ভারতের স্ট্যান্ড-বাই অধিনায়ক হার্দিক বলেন, 'কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজার দরকার ছিল। লাগাতার ক্রিকেট খেলে যাচ্ছে রো (রোহিত) এবং বিরাট। আমাদের মনে হয়েছে যে এই ম্যাচে ওদের বিশ্রাম দেওয়া উচিত, যাতে তৃতীয় একদিনের ম্যাচে ওরা তাজা থাকতে পারে। সেটাই বিষয়। ওরা বিশ্রাম নিচ্ছে। পরিবর্তে অন্যদের সুযোগ দেওয়া হচ্ছে।'

    যদিও অন্যরা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। ৮০ বল বাকি থাকতেই দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছয় উইকেটে হেরে যায় ভারত। যে দল এবারের বিশ্বকাপেও যোগ্যতা-অর্জন করতে পারেনি। অথচ প্রথমে ব্যাট করতে নেমে একটা সময় ভারতে স্কোর ছিল বিনা উইকেটে ৯০ রান। সেখান থেকে ভারতের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ১১৩ রান। তারপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। ৪০.৫ ওভারে ১৮১ রানে অল-আউট হয়ে যায়। যে রানটা সহজেই তাড়া করে ফেলেন ক্যারিবিয়ানরা।

    সেই হারের পর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর বলেন, ‘সিরিজ জিইয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ। ভালো খেলেছে (ওয়েস্ট ইন্ডিজ)। এই হারটা কাঁটার মতো বিঁধবে। এবার কি নির্ণায়ক ম্যাচে রোহিত এবং বিরাটকে ফেরানো হবে? যদি সেটাই হয়, একটি ম্যাচে (পরীক্ষা-নিরীক্ষা) করে কি উত্তরের সন্ধান পেল টিম ম্যানেজমেন্ট?’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)