• বনগাঁয় তৃণমূলের বিজয় মিছিল থেকে বিজেপি প্রার্থীকে বেধড়ক 'মারধর'
    এই সময় | ৩১ জুলাই ২০২৩
  • বিজয় মিছিল থেকে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের চৌবেরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ১২৫ নম্বর বুথের ঘটনা। আহত বিজপি প্রার্থীর নাম বাবুরাম বিশ্বাস। আহতকে হাসপাতালে দেখতে গেলেন বিধায়ক ও জেলা বিজেপি সভাপতি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

    উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের চৌবেরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ১২৫ নম্বার বুথের বিজেপির প্রার্থী বাবুরাম বিশ্বাস জানান, আজ এলাকায় তৃণমূলের বিজয় মিছিল বেড়িয়েছিল। সেই সময় বিজয় মিছিলের একটি গাড়ি তাঁর বাড়ির চালের টালি ভেঙে দেয়। তিনি প্রতিবাদ করলে তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। এই বিষয়ে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, 'প্রশাসনের তরফ থেকে আমাদের মিটিং মিছিল বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু তৃণমূল বিভিন্ন জায়গায় বিজয় মিছিল করছে।'

    আগেও মারধর করা হয়েছে ওই প্রার্থীকে আহত বাবুরাম বিশ্বাসকে হাসপাতালে দেখতে যান বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি রামপদ দাস। বিধায়ক স্বপন মজুমদার বলেন, 'আজ তৃণমূলের পক্ষ থেকে একটা বিজয় মিছিল বের করা হয়। এখনও তো আদালতের রায় স্থগিত হয়ে আছে। এই অবস্থায় প্রশাসন আমাদের বলেছে কোনও জায়গা এই ধরণের মিটিং মিছিল করা যাবে না। কিন্তু তারপরেও জায়গায় জায়গা দেখছি, যেখানে যেখানে এই মিছিল হচ্ছে, সেখানেই এই অশান্তি। বাবুরাম নামে আমাদের এক কার্যকর্তা, তিনিও দাঁড়িয়েছিলেন। তাঁকে প্রথমে কাউন্সিটং হল থেকে মেরে বের করে দেওয়া হয়। সেখানে বিজেপি জিতেছিল। জোর করে বের করে দিয়ে সিটটি তৃণমূল নিয়ে নেয়। পরবর্তীতে আজকে তারা বিজয় মিছিল বের করে, তাঁর বাড়ির টালির চাল থেকে টালি খুলে ফেলে দিয়েছে। ও বলে, টালি কেন ভাঙছ? তখনই ওকে বেধড়ক মারধর করে।'

    অভিযোগ অস্বীকার তৃণমূলের এদিকে বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, 'মিথ্য কথা। বিজয় মিছিল না, ওখানে দাঁড়িয়ে কিছু ছেলে গান বাজাচ্ছিল। তখন গাড়ি ঘোরাতে গিয়ে কারও একটা টালিতে ধাক্কা লেগেছে। সঙ্গে সঙ্গে ওরা বলে টালি কিনে দেব। কিন্তু ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঝাঁপিয়ে পড়েছে। ঘটনা কিছু হয়নি, বিজেপি প্রচারে আসবার জন্য সংবাদমাধ্যমকে বেছে নিয়েছে।'
  • Link to this news (এই সময়)