• কমছে পরিষেবা, স্বাধীনতা দিবসে দমদম ও শিয়ালদা লাইনে কখন প্রথম ও শেষ মেট্রো চলবে?
    হিন্দুস্তান টাইমস | ১১ আগস্ট ২০২৩
  • স্বাধীনতা দিবসে কলকাতা মেট্রোর নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট করিডরে ট্রেনের সংখ্যা অনেকটা কমানো হল। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার (১৫ অগস্ট) নর্থ-সাউথ করিডরে (ব্লু লাইন) ১৮৮টি মেট্রো চলবে। আপ অভিমুখে চলবে ৯৪টি মেট্রো। ডাউন অভিমুখে ৯৪টি মেট্রো চালানো হবে। যেখানে কর্মদিবসে মোট ২৮৮টি মেট্রো চলাচল করে। আবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইস্ট-ওয়েস্ট করিডরে (গ্রিন লাইন) ১০৬টি মেট্রোর পরিবর্তে ৯০টি ট্রেন চালানো হবে। আপ অভিমুখে চলবে ৪৫টি মেট্রো। ডাউন অভিমুখে ৪৫টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেদিন অবশ্য পার্পল লাইনের জোকা-তারাতলা অংশে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।

    ১) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৫০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।

    ২) দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৫০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।

    ৩) দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৫৫ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।

    ৪) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা (কোনও পরিবর্তন হয়নি)।

    ১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ৯ টা ২৮ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।

    ২) দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।

    ৩) কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।

    ৪) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৩০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।

    ১) শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৫৫ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।

    ২) সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা (কোনও পরিবর্তন হয়নি)।

    ১) শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো: রাত ৯ টা ৩৫ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।

    ২) সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী প্রথম মেট্রো: রাত ৯ টা ৪০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)