• Dengue Cases in Kolkata : ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ, ৪ জেলার DM-দের নিয়ে বৈঠক মুখ্যসচিবের
    এই সময় | ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • দিনদিন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হয়ে উঠছে ডেঙ্গি। ক্রমশ চওড়া হচ্ছে ডেঙ্গির থাবা। লাপিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সঙ্গে বাড়ছে মৃত্যুও। পরিস্থিতি সামাল দিতে তৎপরতরা সঙ্গে কাজ করছে স্বাস্থ্যদফতর। আজ নবান্নে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হওড়া ও হুগলির জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব।বৈঠকে ডেঙ্গির সার্বিক মোকাবিলার ওপরে জোর দেওয়া হয়েছে। সমস্ত কাউন্সিলরদের সঙ্গে জেলাশাসকদের বৈঠক করার কথা বলা হয়েছে। পঞ্চায়েত এলাকাতেও তৈরি করতে হতে গাইডলাইন। দরকারে পঞ্চায়েত প্রধানের সঙ্গেও করতে হবে বৈঠক। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলি থেকে যাতে সমস্ত তথ্য সঠিকভাবে আসছে কি না, সেই দিকেও নজর রাখতে হবে। অন্যদিকে রাজ্যের হাসপাতালগুলির সুপারদের সঙ্গে এদিনই বিকেল ৪টে নাগাদ বৈঠকে বসবেন স্বাস্থ্যসচিব।নবান্ন সূত্রে জানা গিয়েছে, দমদম, বিধাননগর ও কামারহাটি পুর এলাকার অবস্থা সবচেয়ে খারাপ। ক্রমশই উত্তর ২৪ পরগনায় হটস্পট বাড়ছে বলে জানা গিয়েছে। মুখ্যসচিবের আশঙ্কা, গ্রামাঞ্চলেও এবার ছড়িয়ে পড়তে পারে ডেঙ্গি। তাই গ্রামাঞ্চলে মাইক্রো প্ল্যান তৈরির ওপরে জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন বাজারে পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে এদিনে বৈঠকে।এদিকে বসে নেই কলকাতা পুরসভাও। এদিন পুরসভার স্বাস্থ্যদফতের মেয়র পারিষদ অতীন ঘোষের নেতৃত্বে কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে চালান হয় ডেঙ্গি মোকাবিলা অভিযান। ড্রোন উড়িয়ে দেখা হয় গোটা এলাকা। ড্রোনের মাধ্যমেই স্প্রে করা হয় রাসায়নিক। গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হবে বলেও জানান অতীন ঘোষ। অন্যদিকে ডেঙ্গি প্রতিরোধে আজ থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত কলকাতা পুরসভার ৮টি বরোর ৪১টি ওয়ার্ডের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি ছুটির দিনেও খোলা থাকবে বলে জানা গিয়েছে। ছুটি বাতিল করা হয়েছে, ওই সমস্ত কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। সূত্রের খবর, কলকাতা পুরসভায় ১০ নম্বর বরোর ১২টি ওয়ার্ডে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। তাই ওই ওয়ার্ডগুলির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চুটির দিনেও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি খোলা থাকবে ডেঙ্গি পরীক্ষা কেন্দ্রগুলিও। এই বিষয়ে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।প্রসঙ্গত, ডেঙ্গির প্রকোপ আতঙ্ক বাড়িয়েছে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। বিভিন্ন হাসপাতালে উপচে পড়ছে রোগীদের ভিড়। তৎপরতার সঙ্গে পরিষেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন স্বাস্থ্যকর্তারা। সেক্ষেত্রে এবার বিকেলের বৈঠকে সুপারদের কী নির্দেশ দেওয়া হয়, সেই দিকেও নজর রয়েছে সকলের।
  • Link to this news (এই সময়)