• Nawaz Sharif Pakistan Return: পাকিস্তানে ভোটের আগে বড় ধামাকা! কামব্যাক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের
    এই সময় | ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ভোটের দামামা বাজতেই ঘরে ফিরছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। রবিবার একথা জানিয়েছেন কেয়ারটেকার সরকারের তথ্যমন্ত্রী মুর্তাজা সোলাঙ্গি। ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি? নাকি রাজনীতির থেকে দূরেই থাকবেন নওয়াজ? প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনা।গতকাল সোলাঙ্গি বলেন, পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ একটি বড় রাজনৈতিক দলের নেতা। জেল থেকে ছাড়া পাওয়ার পর লন্ডনে পালিয়ে যাননি তিনি। তবে দেশে ফিরলে তাঁর সঙ্গে আইন অনুযায়ী আচরণ করা হবে।সম্প্রতি একটি সাক্ষাৎকারে ৭৩ বছরের নওয়াজ নিজেই পকিস্তানে ফেরার ইঙ্গিত দেন। অক্টোবরের ২১ তারিখ দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। গত চার বছর ধরে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N)-র এই শীর্ষ নেতা । রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, দেশে ফিরেই আগামী বছরের ভোটে দলকে নেতৃত্ব দেবেন তিনি।উল্লেখ্য, ২০১৯ থেকে লন্ডনে রয়েছেন নওয়াজ শরিফ। লাহোর হাই কোর্ট তাঁকে বিদেশে চিকিৎসা করতে যাওয়ার অনুমতি দিয়েছিল। দেশে ফেরার পর প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফের জেলে নিয়ে যাবে পাক প্রশাসন? নাকি জামিন পাবেন তিনি? গতকাল বিষয়টি স্পষ্ট করেন কেয়ারটেকার সরকারের মন্ত্রী সোলাঙ্গি।"এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। আমি শুধু এটুকুই বলতে পারি নওয়াজ শরিফের সঙ্গে সংবিধান মেনে আচরণ করা হবে। জামিন পেতে আদালতে যাবেন কিনা সেটা শরিফ বা তাঁর পার্টি বলতে পারবে।" গতকাল তাঁর প্রত্যাবর্তন নিয়ে বলেন সোলাঙ্গি।২০১৭-য় প্রধানমন্ত্রিত্ব হারান নওয়াজ শরিফ। সরকারি পদে থাকার ক্ষেত্রে তাঁকে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করে পাক সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, শরিফের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার আগে আল-আজিজিয়া মিল মামলায় লাহোরের কোট লাখপত জেলে সাত বছর ছিলেন তিনি।২০২০-তে তোষাখানা গাড়ি মামলায় দোষী সাব্যস্ত হন নওয়াজ শরিফ। মাত্র ১৫ শতাংশ দাম দিয়ে সরকারি তোষাখানা থেকে বিলাশবহুল গাড়ি কিনে নিয়েছিলেন তিনি। ২০১৮-য় আল-আজিজিয়া মিল ও অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলাতেও সাজা হয় তাঁর।গত সপ্তাহে ভোটের দিন ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন। যদিও ভোটের নির্ঘণ্ট এখনও দেওয়া হয়নি। বর্তমানে পাকিস্তানে চলছে এলাকা পুনর্বিন্যাসের কাজ। যা ৩০ নভেম্বরের মধ্য়ে শেষ হবে। তার পরই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে বলে জানিয়েছে পাক নির্বাচন কমিশন।
  • Link to this news (এই সময়)