• রাজ্যের ক্লাবগুলির পরিকাঠামো উন্নয়নে আর্থিক অনুদান প্রকল্প বন্ধ করল নবান্ন
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • রাজু চক্রবর্তী, কলকাতা: বাংলার ক্লাবগুলির সার্বিক উন্নয়নে চার দফায় পাঁচ লক্ষ টাকা অনুদান দিয়েছিল রাজ্য সরকার। এবার সেই আর্থিক অনুদান প্রকল্প বন্ধ করে দেওয়া হল। ২০১৯ সালের পর থেকে এই খাতে ক্লাবগুলিকে একটা টাকাও দেওয়া হয়নি। নবান্ন সূত্রের দাবি, প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশে ক্লাবগুলিকে আর এই খাতে টাকা দেওয়া হবে না। প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর ২০১২ সালে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলির জন্য এই প্রকল্প চালু করেছিলেন। বাছাই করা ক্লাবগুলি প্রথম বছর এককালীন ২ লাখ এবং পরবর্তী তিন বছর ১ লাখ করে মোট পাঁচ লাখ টাকা পেত। যা নিয়ে সরকারি টাকায় ক্লাবগুলির রাজনীতিকরণের অভিযোগ তুলেছিল বিরোধীরা। প্রথম বছর ৭৮১টি ক্লাবকে চূড়ান্তভাবে বাছাই করা হয়। ওই খাতে ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তারপর তৃণমূলের একাধিক মন্ত্রী-বিধায়কের চাপে ওই বছরই আরও ১৫০০ ক্লাবকে অন্তর্ভূক্ত করা হয়। যার জন্য অতিরিক্ত ৪০ কোটি টাকা বরাদ্দ করতে হয়েছিল। সরকারি খাতায় ক্লাবগুলির অন্তর্ভূক্তি নিয়েও জোর বিতর্ক তৈরি হয়েছিল। বিরোধীদের দাবি, স্রেফ শাসকদলের বিধায়কদের সুপারিশের ভিত্তিতে ক্লাবগুলিকে টাকা দেওয়া হচ্ছে।

    যদিও এই বক্তব্য মানতে নারাজ শাসকদল। শেষবার ২০১৯ সালের লোকসভা ভোটের আগে ক্লাবগুলির নাম তোলার প্রক্রিয়া শুরু হয়েছিল। ক্রীড়া দপ্তরের তরফে বিধায়কদের সুনির্দিষ্ট ফর্ম বিলি করা হয়েছিল। যেখানে জনপ্রতিনিধিরা এলাকার ১০টি করে ক্লাবের নাম সুপারিশ করেছিলেন। বিরোধী বিধায়ক রয়েছেন, এমন বিধানসভা এলাকায় ক্লাবের নাম স্থির হয়েছিল স্থানীয় পুলিস-প্রশাসনের সুপারিশে। ওই বছর নতুন করে রাজ্যের প্রায় ৩ হাজার ক্লাব সরকারের থেকে এই আর্থিক অনুদান চেয়ে আবেদন করে। নতুন ক্লাবকে প্রথম কিস্তির ২ লাখ এবং পুরনো ক্লাবগুলিকে পরবর্তী কিস্তির জন্য প্রায় ১০০ কোটির কাছাকাছি খরচ হয়। কিন্তু ওই বছর লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮টি আসনে জয়ী হয় বিজেপি। যা বঙ্গ রাজনীতির অভিমুখ খানিক বদলে দেয়। সেই প্রেক্ষিতকে সামনে রেখেই ক্লাবগুলির আর্থিক অনুদান বন্ধের সিদ্ধান্ত কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। এই পর্বে সরকারি টাকার সঠিক খরচ নিয়েও প্রশ্ন উঠেছিল। খরচের শংসাপত্র (ইউসি) দেওয়া বাধ্যতামূলক হলেও, তা নিয়েও বিস্তর অভিযোগ ছিল।       
  • Link to this news (বর্তমান)