• Kolkata: এসএসকেএম হাসপাতালে রোগীর পরিবারকে মত্ত অবস্থায় হেনস্থা পুলিশের
    আজকাল | ০৪ অক্টোবর ২০২৩
  • তীর্থঙ্কর দাস: কর্তব্যরত পুলিশ কর্মীর বিরুদ্ধে রোগীর পরিবারের মারধর ও হেনস্থার অভিযোগ।

    মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ ঘটনাটি ঘটেছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। কলকাতা পুলিশের কনস্টেবল উজ্জ্বল সিং কর্মরত অবস্থায় নেশাগ্রস্ত হয়ে রোগীর পরিবারের লোকজনকে মারধর করেন বলে অভিযোগ। ট্রমা কেয়ার বিল্ডিংয়ের পাশে সিটি স্ক্যান বিল্ডিংয়ের সামনে ঘটনাটি ঘটে। রোগীর বাড়ির আত্মীয়রা বুঝতে পারেন, তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন। তারপরে ক্ষোভে ফেটে পড়েন রোগীর বাড়ির আত্মীয়রা। পরিবারের আরও অভিযোগ, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, দেখানো হয় সার্ভিস রিভলভার। ঘটনার পর রীতিমতো আতঙ্কে রোগীর পরিবার। প্রশ্ন উঠেছে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও। বিষয়টি জানাজানি হওয়ার কিছুক্ষণর মধ্যেই ভবানীপুর থানার পিজি হাসপাতালের আউট পোস্টের পুলিশ কর্মীরা এসে অভিযুক্ত পুলিশকর্মীকে আউট পোস্টে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

    ওসি এসএসকেএমে জানিয়েছেন অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। ডিসি থেকে আরম্ভ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টির ব্যাপারে জানানো হয়েছে। 
  • Link to this news (আজকাল)