• Afghanistan Earthquakes: ২৫০০! তালিবানের আপন দেশ যেন ধ্বংসস্তূপ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা...
    ২৪ ঘন্টা | ০৯ অক্টোবর ২০২৩
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র আধঘণ্টা। তার মধ্যে মাত্র ৩ বার কম্পন। তাতেই পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল তালিবান-অধ্যুষিত আফগানিস্তানের একটি বড় অংশ! সে দেশের মানচিত্র থেকে পুরোপুরি মুছে গেল ১২টি গ্রাম। মৃতের সংখ্যা ২৫০০! এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে বহু দেহ।

    শনিবার দুপুর ১২টা ১১ মিনিটে প্রথম কম্পন হয় পশ্চিম আফগানিস্তানের হেরাতে। সেই কম্পনের তীব্রতা ছিল ৬.১। দ্বিতীয় কম্পনটি ঘটে ১২টা ১৯ মিনিট নাগাদ। এর তীব্রতা ছিল ৫.৬। তৃতীয় কম্পনটি ছিল আরও জোরালো-- তীব্রতা  ৬.৩! দুপুর ১২টা ৪২ মিনিটে কেঁপে উঠেছিল তালিবানের দেশ। এই কম্পনের উৎসস্থল ছিল হেরাত থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চল। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, সর্বশেষ কম্পনটি হয়েছিল হেরাতের জিন্দাজান জেলায়। কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ৭.৭ কিলোমিটার গভীরে। হেরাত প্রশাসন জানিয়েছিল, ভূমিকম্পের সবচেয়ে খারাপ প্রভাব পড়েছে জিন্দাজান এবং ঘোরিয়াঁ জেলায়। এই দুই জেলার মোট ১২টি গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সেখানে কত মানুষ যে ধ্বংসস্তূপের নীচে এখনও চাপা পড়ে আছে, কে জানে! সদ্য মঙ্গলবারই নেপালে ভূকম্পন ঘটেছিল। সেখানে কম্পনের মাত্রা ছিল ৬.২। নেপালের এই কম্পনে কেঁপেছিল দিল্লিও। নেপালের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ছিল দীপায়াল জেলা। এই এলাকাটি উত্তরাখণ্ডের যোশীমঠের ২০৬ কিলোমিটার দূরে অবস্থিত! প্রসঙ্গত, আফগানিস্তানে ৪ সেপ্টেম্বরে ৪.৪ মাত্রার ভূকম্প ঘটেছিল। আফগানিস্তানের ফয়জাবাদ অঞ্চলে এই ভূকম্পের ঘটনাটি ঘটেছিল। এর আগের ভূমিকম্পটি ঘটেছিল ২৮ অগস্ট, এর মাত্রা ছিল ৪.৮।
  • Link to this news (২৪ ঘন্টা)