• Esplanade Bus Terminus : ধর্মতলা থেকে তারাতলায় সরতে পারে বাস টার্মিনাস
    এই সময় | ১০ অক্টোবর ২০২৩
  • এসপ্ল্যানেড থেকে বাস স্ট্যান্ড স্থানান্তরিত করতে চায় সরকার। বিষয়টি রাজ্যের পক্ষ থেকে হাইকোর্টকে জানানো হলো। আগেই কয়েকটি বিকল্পের কথা বলা হলেও শুনানিতে রাজ্য জানিয়েছে, তারাতলা রোডে আরও একটি জায়গা দেখা হয়েছে, বাস স্ট্যান্ড সেখানেও সরানো যেতে পারে। এ ছাড়া হাই কোর্টের আইনজীবীদের গাড়ির পার্কিংয়ের জন্য মিলেনিয়াম পার্কে যে প্রস্তাব জমা পড়েছিল রাজ্য তাতেও সম্মতি জানিয়েছে।দু’টি জায়গার ক্ষেত্রেই সব পক্ষকে নিয়ে যৌথ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। ধর্মতলা থেকে হাওড়ায় বাস টার্মিনাস সরে গেলে যাত্রী এবং বাসের মালিক, অসুবিধা হবে সব পক্ষেরই। সেই জন্য কলকাতার মধ্যেই বাস টার্মিনাসের জন্য জমির সন্ধান করছিল রাজ্য। শুনানিতে জানানো হয় তারাতলা রোডে একটি জায়গার সন্ধান পাওয়া গিয়েছে। সেখানে বাস টার্মিনাস করা যেতে পারে।মামলাকারী সুভাষ দত্ত প্রস্তাব দিয়েছিলেন, আইনজীবীদের গাড়ির জন্য হাইকোর্ট চত্বরে যানজট হয়। সে জন্য মিলেনিয়াম পার্কে রাজ্য জায়গা দিলে সেখানে ১৫০টি গাড়ির পার্কিং হতে পারে। তবে আইনজীবীরা সেখানে গাড়ি রাখতে রাজি হবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। আদালতের পক্ষ থেকে জানানো হয়, আইনজীবীদের তিনটি সংগঠন ৩০০ মিটার দূরের মিলেনিয়াম পার্কে গাড়ি রাখবেন।তবে দু’টি জায়গাই সব পক্ষকে নিয়ে পরিদর্শন করা হবে। এরপর বিষয়টি চূড়ান্ত হবে। বাস টার্মিনাসের জন্য এসপ্ল্যানেড এবং আশপাশ এলাকায় দূষণ ছড়াচ্ছে। তার ফলে ক্ষতি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল-সহ অন্যান্য ঐতিহাসিক সৌধের। সে জন্য ধর্মতলা চত্বর থেকে বাস টার্মিনাস সরানোর জন্য ২০০৭ সালে হাইকোর্টে মামলা করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত।হাই কোর্ট নির্দেশ দেয়, ছ’মাসের মধ্যে বাস টার্মিনাসকে ওই চত্বর থেকে সরিয়ে ফেলতে হবে। রাজ্য সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্টও সেই নির্দেশ বহাল রাখে। সেই নির্দেশের পরে বহু বছর পার হয়ে গেলেও কাজের কাজ কিছু না হওয়ায় ফের হাই কোর্টের দ্বারস্থ হন সুভাষ।https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)