• Che Guevara : বেয়ার্ড লুকে গেরিলা নায়ক! চে গেভারার আইকনিক ছবির নেপথ্য কাহিনি জানলে চমকে উঠবেন
    এই সময় | ১০ অক্টোবর ২০২৩
  • চাপ দাড়ি, কেয়ারলেস চুল, মাথায় চুপি আর আর মুখে হাভানা সিগার। বিয়ার্ড লুকের এক সুদর্শন পুরুষ। টি-শার্ট থেকে শুরু করে কফি মগ, চাবির রিং, কোস্টার। সর্বত্রই বিচরণ করেন আর্নেস্তো চে গেভারা। কিন্তু, জানেন কি আর্জেন্তাইন এই বিপ্লবীর আইকনিক ছবিটির নেপথ্য কাহিনি?সালটা ১৯৬০। দিনটা ৪ মার্চ। হাভানা হারবারে সদ্য বোমা বর্ষণ করে গিয়েছে ফরাসি ফাইটার প্লেন লা কুব্রে। যাতে মৃত্যু হয়েছে প্রায় শতাধিক মানুষের। ক্ষুব্ধ ফিদেল কাস্ত্রো সদ্য শপথ নেওয়া ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে হাজির হয়েছেন ঘটনাস্থলে। তাঁদের সঙ্গেই ছিলেন অফিসিয়াল ফটোগ্রাফার আলবের্তো কোর্ডা।হাভানা হারবারে বম্বিংয়ের ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দেন কিউবার তৎকালীন শিল্পমন্ত্রী চে গেভারা। ছুটে গিয়েছিলেন ঘটনাস্থলে। নিহতদের স্মৃতির উদ্দেশে আয়োজিত একটি শোকসভাতেও তাঁকে ক্ষিপ্র অবস্থাতেই দেখা গিয়েছিল। রাগ-ক্ষোভ এবং প্রতিশোধ স্পৃহা নিয়ে মঞ্চে বক্তৃতা রাখতে ওঠেন তিনি। বলেন, 'পিতৃভূমি অথবা মৃত্যু'।ওই দিনই বেলা সাড়ে ১১টা নাগাদ একটি পামগাছের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সুঠাম চেহারার সুদর্শন পুরুষ চে গেভারাকে। দু'চোখে তখন রাগ স্পষ্ট। ফটোগ্রাফার আলবের্তো কোর্ডার মনে হল এই মুহূর্তেই ক্যামেরাবন্দি করা যায় চে গেভারাকে। এই ফ্রেমে একটি দুর্দান্ত পোর্ট্রেট হতে পারে। যেমন ভাবনা তেমন কাজ। সঙ্গে সঙ্গে ক্যামেরায় চোখ রেখে দু'বার শাটার প্রেস করলেন তিনি।আলবের্তো কোর্ডার লাইকা এম-২ ক্যামেরায় ধরা পড়লেন চে গেভারা। তাঁর অজান্তেই লেন্সবন্দি হয়েছিলেন চে। এরপর প্রসেসিং ল্যাবে নেগেটিভটি এনে আবলবের্তো কোর্ডা দু'পাশের পাম গাছ আর লোকজনকে ক্রপ করে ছবিটি একটু অন্যরমক করে ফেলেছিলেন। ছবিটি প্রিন্ট হয়ে বেরিয়ে আসতেই তার নাম দেন 'হিরোয়িকো গুয়েরিলো'। অর্থাৎ 'গেরিলা নায়ক'। এরপর বাকিটা ইতিহাস।৯ অক্টোবর ১৯৬৭ সালে বলিভিয়ার জঙ্গলে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনার হাতে নিহত হন বিপ্লবী চে গেভারা। খুন হওয়ার আগে তিনি বলেছিলেন, 'Death is a frequent accidents in the life of revolutionary.'। বিশ্ববাসীর কাছে এই কমান্দান্তে চে গেভারা বিপ্লবের এক শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবেই চিরস্মরণীয়। তিনি ছিলেন আর্জেন্তিনিয় চিকিৎসক। ফিদেল কাস্ত্রো সান্নিধ্যে এসে তাঁর বিরাট পরিবর্তন হন। মার্কসবাদী, বুদ্ধিজীবী এই ব্যক্তিত্ব কিউবা বিপ্লবে তাঁর গেরিলা আন্দোলনের জন্য জনপ্রিয়।ভিন্ন ধরণের খবরের স্বাদ পেতে ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)