• Narendra Modi Benjamin Netanyahu : মোদীকে ফোন নেতানিয়াহুর, ইজরায়েলের পাশে থাকার আশ্বাস
    এই সময় | ১০ অক্টোবর ২০২৩
  • ক্রমশ উত্তেজনা বাড়ছে গাজায়। যুদ্ধে রক্তাক্ত ইজরায়েল-প্যালেস্তাইন। হতাহতের সংখ্যা নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। এর মধ্যেই এবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ইজরায়েল-হামাস যুদ্ধে ভারতের কী অবস্থান?মঙ্গলবারই নরেন্দ্র মোদী ইজরায়েলের উপর হামাসের হামলার কড়া নিন্দা করেছিলেন। হামাসের এই অতর্কিতে হামলা সন্ত্রাসবাদ ছাড়া আর কিছুই নয় বলে সোশ্যাল মিডিয়ায় পোস্টে উল্লেখ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, ভারত এই সন্ত্রাসবাদী কার্যকলাপের কঠোর নিন্দা করছে। এবার আরও একধাপ এগিয়ে পাশে থাকার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি।মোদীকে ফোন নেতানিয়াহুরপ্রধানমন্ত্রী মোদী নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টে সে কথা জানিয়েছেন। তিনি লেখেন, 'আমি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ফোন করার জন্য। যুদ্ধের পরিস্থিতি নিয়ে তিনি আমায় আপডেট দিয়েছেন। ভারতের মানুষ সর্বতভাবে ইজরায়েলের পাশে রয়েছে। এই কঠিন পরিস্থিতিতে আমরা তাদের পাশে আছি। দৃঢ় এবং দ্ব্যর্থহীনভাবে ভারত সমস্ত ধরণের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করছে।'কী অবস্থান কংগ্রেস-CPIM-এর?উল্লেখ্য, একদিকে যখন ইজরায়েল-হামাস যুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের অবস্থান স্পষ্ট করেছেন, অন্যিদকে তখন প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। প্যালেস্তাইনের পক্ষে সোমবার একটি প্রস্তাব পেশ করেছে জাতীয় কংগ্রেস। সেখানে বলা হয়েছে, ‘কংগ্রেস সবসময় প্যালেস্তিনিয়দের পাশে রয়েছে। তাঁরা সম্মান, গরিমা ও আত্মমর্যাদার সঙ্গে জীবন অতিবাহিত করবেন এটাই আমরা চাই। ইজরায়েলের জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে সংঘাত থামিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।’একই মত বামফ্রন্টেরও। CPIM-এর পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে, ইজরায়েল-হামাস দ্বন্দ্ব, এই আক্রমণ, পালটা আক্রমণ বন্ধ করার আবেদন জানানো হচ্ছে। UN-কে প্যালেস্তিনিয় জনগণের স্বভূমির বৈধ অধিকারকে সুনিশ্চিত করতে হবে। সমস্ত ইজরায়েলি অবৈধ বসতি এবং প্যালেস্তিনিয় ভূমি দখল প্রত্যাহার করতে হবে। দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য UNSC-র প্রস্তাবের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে হবে।'এই মুহূর্তে যুদ্ধ ক্রমশই চরম আকার ধারণ করছে। জঙ্গি গোষ্ঠী হামাস এবং ইজরায়েলের মধ্যে সংঘর্ষে এখনও পর্যন্ত প্রায় ১৬০০ লোকের মৃত্যু হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহুর হুংকার, 'আমরা এ যুদ্ধ শুরু করিনি। কিন্তু, এর শেষ দেখে ছাড়ব আমরা। এই যুদ্ধের ফলে মধ্য-প্রাচ্যের ইতিহাস-ভূগোল বদলে যাবে।'ইজরায়েল-হামাস যুদ্ধের আপডেট পেতে চোখ রাখুন: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A
  • Link to this news (এই সময়)