• Puri: পুরীর জগন্নাথ মন্দিরে নয়া নিয়ম, স্কার্ট, ছেঁড়া জিন্স পরে ঢোকা যাবে না আর
    আজকাল | ১১ অক্টোবর ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: পুরীর জগন্নাথ মন্দিরে নয়া নিয়ম।

    এবার পোশাকবিধি চালু হল ভক্তদের জন্য। পুরীর জগন্নাথ মন্দিরে আর স্লিভলেস টপ, ড্রেস, স্কার্ট, ছেঁড়া জিন্সের মতো পোশাক পরে ঢোকা যাবে না। 'অশালীন' পোশাক পরে আর পা রাখা যাবে না মন্দির চত্বরে। কবে থেকে এই নিয়ম চালু? 

    আগামী বছর পয়লা জানুয়ারি থেকেই এই নিয়ম চালু হবে। জানা গিয়েছে, গত সোমবার পুরীর জগন্নাথ মন্দিরের নীতি আয়োগ সাব-কমিটির বৈঠক হয়। সেই বৈঠকেই অশালীন পোশাক পরে ভক্তদের মন্দিরে প্রবেশের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকের পর জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান রঞ্জন কুমার দাস বলেন, 'অনেকেই আছেন, যাঁরা ছেঁড়া জিন্সের প্যান্ট, স্লিভলেস ড্রেস এবং হাফ প্যান্টের মতো পোশাক পরে সমুদ্র সৈকত, পার্কে হাঁটাচলা করেন।সেই ধরনের পোশাকে আবার মন্দিরেও প্রবেশ করেন। মন্দির হল ঈশ্বরের বাসস্থান, বিনোদনের জায়গা নয়।' তাই ধর্মীয় ভাবাবেগের বিষয়টি মাথায় রেখেই পোশাকবিধি চালু করা হচ্ছে। 

    উল্লেখ্য, এর আগে দক্ষিণ ভারতের একাধিক মন্দিরে পোশাকবিধি জারি রয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের মথুরায় রাধারানি মন্দিরে এবং উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরেও পোশাকবিধি জারি করা হয়।
  • Link to this news (আজকাল)