• বাংলায় ৩৫ আসন জেতার স্বপ্ন! শাহকে খোঁচা দেবাংশুর, ‘চোরের পার্টি,' পালটা নেটপাড়া
    হিন্দুস্তান টাইমস | ০৯ নভেম্বর ২০২৩
  • লোকসভায় আসন জেতা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছিলেন দেবাংশু ভট্টাচার্য। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন তিনি। তবে তারপর যেভাবে নেটপাড়ায় নানা মন্তব্য ভেসে আসছে তা তৃণমূলের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে ক্রমশ। ঠিক কী লিখেছেন দেবাংশু?

    তৃণমূলের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় ৩৫টি আসন জেতার স্বপ্ন দেখছেন। তবে ইতিমধ্যেই বঙ্গ বিজেপির নেতারা ৪২টি বোলেরো গাড়ি বিক্রি করে সেই টাকা পকেটে পুরেছেন। দুর্গা পুজো কমিটির টাকা অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছেন। দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদের মুখে পড়েছেন তারা। সেই সঙ্গেই দেবাংশু লিখেছেন, আপনাদের ঘরটা আগে ঠিকঠাক করে গুছিয়ে রাখুন। তারপর বাংলা নিয়ে ভাবতে পারেন, হয়তো?

    এদিকে দেবাংশুর এই মন্তব্যের পরে নেটপাড়ায় নানা মন্তব্য ভাসছে। একজন নেট নাগরিক লিখেছেন, যেটা তারা করছেন সেটা পার্টির ব্যাপার। এটা নিয়ে বাইরের কারোর পরামর্শ দেওয়ার কিছু নেই। বিশেষত একটা প্রতারক দলের মুখপাত্রের তো নয়ই। আর সৌজন্যের ব্যাপারটা পরিবার থেকে গোড়াতেই শিখতে হয়।

     

    তবে একাধিক নেট নাগরিক দেবাংশুর পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছেন। একজন লিখেছেন আগে গোয়ালা সামলা পরে ভাববে বাংলা।

    এদিকে এক নেট নাগরিক লিখেছেন অমিত শাহ একটু অন্যভাবে বিষয়টা ভাবেন। তিনি আসলে বলতে চেয়েছেন তৃণমূল ৩৫এর বেশি আসন পাবে। অপর একজন লিখেছেন উনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলেন। অপর একজন লিখেছেন, বাংলার ক্ষেত্রে বিজেপির সব স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যায়।

    অন্যদিকে একজন লিখেছেন, চোরের পার্টির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন সফল হবে না। এরপর লেখা হয়েছে, তৃণমূল নেতারা শিক্ষায় ১০০ কোটির দুর্নীতি, রেশনে ২৫ কোটির উপর দুর্নীতি, আবাস যোজনা দুর্নীতি, ১০০ দিনের কাজের দুর্নীতি, মিড ডে মিলে দুর্নীতি, জমি দুর্নীতি, কয়লা দুর্নীতি, গরু পাচার দুর্নীতি, বালি দুর্নীতি।

    অপর একজন লিখেছেন, তৃণমূল গোটা সংস্কৃতিটাই বদলে দিয়েছে। রাজ্যের মধ্যে দুর্নীতির শেকড় একেবারে গভীরে চলে গিয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)