• ডিসেম্বরের প্রথম থেকেই শীতকালীন অধিবেশন, মহুয়া প্রসঙ্গ কী উঠতে পারে?
    হিন্দুস্তান টাইমস | ০৯ নভেম্বর ২০২৩
  • শীত পড়ব পড়ব করছে। এবার সংসদে শীতকালীন অধিবেশন।

    ভারতের সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে সংসদের এই শীতকালীন অধিবেশন। ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন। ১৯দিন ধরে চলবে এই অধিবেশন। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এক্স হ্যান্ডেলে লিখেছেন, সংসদে শীতকালীন অধিবেশন শুরু হবে ৪ঠা ডিসেম্বর থেকে। ২২ ডিসেম্বর পর্যন্ত এই শীতকালীন অধিবেশন চলবে। ১৯দিন ধরে এটা চলবে। অন্তত ১৫বার অধিবেশন বসবে।

     

    এদিকে শীতকালীন অধিবেশনে এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের প্রসঙ্গ উঠতে পারে। মূলত এথিক্স কমিটি তাঁর বিরুদ্ধে যে সুপারিশ জানিয়েছে তা কতদূর লাগু হয় শীতকালীন অধিবেশনে সেটাও দেখা হচ্ছে। এদিকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এই সংসদের অধিবেশনে। ভারতীয় দণ্ডবিধি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এবারের অধিবেশনে।

    সেই সঙ্গেই নির্বাচন কমিশন সংক্রান্ত কিছু বড় বিষয় আলোচনায় উঠতে পারে শীতকালীন অধিবেশনে। মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়েও আলোচনা হতে পারে । বর্ষাকালীন অধিবেশনে এই সংক্রান্ত আলোচনা প্রাথমিকভাবে হয়েছিল। তারপর ফের সেই আলোচনা হতে পারে শীতকালীন অধিবেশনে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)