• Sam Bahadur: ডিসেম্বরেই মুক্তি 'স্যাম বাহাদুর'-র, ৯০ হাজার পাক সেনাকে বন্দি করা কিংবদন্তী সেনাপ্রধানের আসল নাম জানেন?
    এই সময় | ১০ নভেম্বর ২০২৩
  • আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ডিসেম্বরেই মুক্তি পাবে 'স্যাম বাহাদুর'। ভারতের প্রাক্তন সেনাপ্রধানের উপর তৈরি এই বায়োপিককে কেন্দ্র করে চড়ছে পারদ। সেখানে ফিল্ডমার্শাল স্যাম মানেকশর ভূমিকায় রয়েছেন ভিকি কৌশল। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ট্রেলার। যা দেখে এখন থেকেই উত্তেজনায় ফুটছেন সিনেপ্রেমীরা।ভারতের কিংবদন্তী সেনাপ্রধান ফিল্ডমার্শাল স্যাম মানেকশর কী ভাবে হয়ে উঠেন স্যাম বাহাদুর? কী নামেই বা তাঁকে ডাকতেন পরিবারের সদস্য বা বন্ধুরা? স্কুলের খাতায় কী নাম ছিল স্যাম মানেকশর? এই সময় ডিজিটাল-র এই প্রতিবেদনে তাঁর নাম সংক্রান্ত একাধিক কাহিনি তুলে ধরলাম আমরা।ফিল্ডমার্শাল স্যামের আসল নাম ছিল স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশ। কিন্তু মজার বিষয় হল, প্রায়ই কেউই তাঁকে এই নামে ডাকতেন না। এই তালিকায় ছিলেন মানেকশর মা ও স্ত্রী। সহপাঠী থেকে শুরু করে সেনাবাহিনীর সহকর্মী-বন্ধু বা জওয়ান -- সকলের কাছেই তিনি ছিলেন শুধুই স্যাম।এহেন স্য়ামের জন্ম হয় পঞ্জাবের অমৃতসরের এক পার্সি পরিবারে। তারিখটা ছিল ১৯১৪-র ৩ এপ্রিল। বড় হয়ে ১৯৩২-এ দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে যোগ দেন তিনি। স্যামই ছিলেন এই প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের সেনা অফিসার। কিছুদিন ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের ৪ নম্বর ব্যাটেলিয়ানের দায়িত্বে থাকলেও অচিরের অষ্টম গোর্খা রাইফেলসের দায়িত্ব পান তিনি। আর সেখানেই তাঁর নাম হয়ে যায় স্যাম বাহাদুর।মানেকশর জীবনীকার মেজর জেনারেল ভি কে সিং-র জানিয়েছেন, একবার নিজের গোর্খা রাইফেলসের জওয়ানদের সঙ্গে দেখা করতে যান স্যাম। সেখানে এক জওয়ানকে জিজ্ঞাসা করেন, তুমি আমার নাম জানো? প্রথা মাফিক স্যালুট করে সেই জওয়ান সঙ্গে সঙ্গে বলে ওঠেন, 'স্যার, আপনি তো স্যাম বাহাদুর'। শুনে হেসে ওঠেন মানেকশ।গোর্খাদের নিয়ে অবশ্য একটি বিখ্যাত উক্তি রয়েছেন ভারতের কিংবদন্তী সেনাপ্রধান তথা ফিল্ড মার্শালের। মানেকশর কথায়, 'যাঁরা বলেন ভয় পান না, হয় তাঁরা মিথ্যুক, নয়তো একজন গোর্খা।' ভারতীয় সেনাবাহিনীর এই এলিট রেজিমেন্টকে এতো বড় সম্মান দেননি আরও কোনও সেনাপ্রধান।মেজর জেনারেল ভি কে সিংয়ের অবশ্য দাবি, নিজের নাম নিয়ে বারবরই সংবেদনশীল ছিলেন মানেকশ। সৈনিক জীবন থেকে অবসরের পর মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে একবার ভাষণ দেন ফিল্ডমার্শাল স্যাম। সেখানে কংগ্রেস নেতা জগজীবন রামের প্রসঙ্গ তুলেছিলেন তিনি। মানেকশ সেনাপ্রধান থাকাকালীন প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তিনি।প্রসঙ্গত, জগজীবন রাম আজীবন তাঁকে ডাকতেন সাম বলে। হিন্দিতে এই শব্দটির অর্থ হল সন্ধ্যা। বিষয়টি একেবারেই না-পছন্দ ছিল মানেকশর। 'সৈনিকের জীবনে কখনই আঁধার নেমে আসতে পারে না। তাঁর জীবনে যুদ্ধ জয়টাই এক এবং একমাত্র লক্ষ্য।' বন্ধু মহলে প্রায়ই বলতেন ফিল্ডমার্শাল স্যাম মানেকশ।
  • Link to this news (এই সময়)