• Dev Diwali 2023 : দেব দীপাবলিতে প্রদীপের আলোয় মুড়বে বারাণসী, বিদেশী অথিতি আপায়ন্যে কী কী ব্যবস্থা?
    এই সময় | ২৬ নভেম্বর ২০২৩
  • ২৬ নভেম্বর দেব দীপাবলি। এই দিনটি মহাসমারোহে পালিত হবে বারাণসীতে। বারাণসীতে গঙ্গায় আড়ম্বরের সঙ্গে পালিত হয় এই উৎসব। গোমতী ঘাট জুড়ে, রাতের গঙ্গায় ভাসানো হয় লাখ লাখ জ্বলন্ত প্রদীপ। দেবী গঙ্গা ও অন্যান্য দেবদেবীর উদ্দেশে গঙ্গার প্রায় প্রত্যেকটি ঘাটে জ্বালানো হয় অন্তত কয়েক লক্ষ প্রদীপ। এবার বারাণসীতে গঙ্গার ঘাটগুলিতে জ্বলবে ১২ লাখেরও বেশি প্রদীপ। গোবর দিয়ে বানানো হয়েছে এক লাখ প্রদীপ। পাশাপাশি, বিশ্বনাথধামের গঙ্গা দ্বার ও চেতসিং ঘাট আলোকিত হবে আতসবাজির রোশনাইয়ে। ইতিমধ্য়েই বারাণসীতে দেব দীপাবলি দেখতে পৌঁছে গিয়েছেন বহু বিদেশী পর্যটক। বিদেশি অতিথিদের আথিথেয়তার কোনও ত্রুটি রাখা হচ্ছে না।কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে দেব দীপাবলি পালিত হয়। বিশ্বাস এদিন ভগবান বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করে পৃথিবীকে প্রলয় থেকে রক্ষা করেছিলেন। আবার একই সঙ্গে এও বিশ্বাস করা হয় এই দিনে ভগবান শিব ত্রিপুরাসুর নামে অসুরকে বধ করে দেবলোককে রক্ষা করেছিলেন তার অত্যাচার থেকে। এই খুশিতে দেবতারা এই দিনে দিওয়ালি উদযাপন করেছিলেন কাশীর ঘাটে। সেই বিশ্বাস থেকেই আজও বারাণসী ধামে ধুমধাম করে উদযাপিত হয় দেব দীপাবলি উৎসব।রাজ্য, দেশ, দুনিয়া, বিনোদন, খেলার সব খবর সবার আগে পেতে চান??'হোয়াটসঅ্যাপে ফলো করুন এই সময়কে।
  • Link to this news (এই সময়)