• ডে আউটিং বা পিকনিক, বেথুয়াডহরী অভয়ারণ্যে কী আছে-কেন যাবেন?
    এই সময় | ২৬ নভেম্বর ২০২৩
  • কলকাতা, উত্তর ২৪ পরগনা বা নদিয়া জেলার মানুষের জন্য জনপ্রিয় জায়গাগুলির মধ্যে অন্যতম হল বেথুয়াডহরী অভয়ারণ্য। শহরের কোলাহল থেকে দূরে সবুজের কোলে কিছুটা সময় কাটাতে চান যাঁরা, তাঁদের অন্তত একবার আসতেই হবে এই জায়গায়। কলকাতা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে এই অরণ্য। গাড়িতে বা ট্রেনে এই দূরত্ব কিন্তু শীতের সকালে খুব একটা বেশি মনে হবে না! পিকনিকের জায়গা হিসেবে খুবই জনপ্রিয়। আর বাড়িতে কচিকাঁচা থাকলে তো এই জায়গা তাদের বাড়তি আনন্দ দেবে।পুজোয় কাছেপিঠে বেড়ানো, ঘুরে আসুন বেথুয়াডহরি-পলাশি১৯৮০ সালে প্রায় ১৬৫ একর জায়গা জুড়ে গড়ে তোলা হয় এই অভয়ারণ্য। নামে অভয়ারণ্য হলেও এটি মূলত হরিণ সংরক্ষণ কেন্দ্র। প্রবেশদ্বার থেকে বাঁধানো পথ ধরে এগিয়ে গেলেই পৌঁছনো যাবে জঙ্গলের গভীরে। ফুরফুরে হাওয়া আর হাজারো পাখির কলকাকলি স্বাগত জানাবে আপনাকে। তবে পিকনিক কিন্তু করতে হবে বাইরে। বাড়তি পাওনা এই অভয়ারণ্য।প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র। সৌজন্যে:ফেসবুক।পার্কে দেখা মিলবে এই দৃশ্যের।কলকাতা থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে মুর্শিদাবাদ যাওয়ার পথে বাঁদিকে পড়বে এই অভয়ারণ্য। এছাড়া শিয়ালদহ-মুর্শিদাবাদগামী যে কোন ট্রেনই বেথুয়া স্টেশনে থামে। সেখান থেকে টোটো বা ছোট গাড়িতে করে পৌঁছে যেতে পারবেন বেথুয়াডহরী অভয়ারণ্যে। এখানে প্রবেশমূল্য মাথাপিছু মাত্র ১০০ টাকা। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের সুবিধাও রয়েছে।বেথুয়া রেল স্টেশন। ছবি সৌজন্যে: ফেসবুক।
  • Link to this news (এই সময়)