• Oldest City In World : কোন দেশে রয়েছে বিশ্বের সবচেয়ে পুরনো শহর? জানলে চমকে উঠবেন
    এই সময় | ২৬ নভেম্বর ২০২৩
  • জানেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহর কোনটি? কী পরিস্থিতি সেই শহরের? আদৌ সেখানে মানুষের বসবাস রয়েছে?ভারতেই আছে বিশ্বের অন্যতম প্রাচীন শহরশুনলে অবাক হবেন, বিশ্বের সবচেয়ে প্রাচীন শহরগুলির মধ্যে একটি রয়েছে ভারতেই। সেটি হল উত্তর প্রদেশের বারাণসী। এই বারাণসী শহর তিন হাজার বছর পুরনো সভ্যতা আজও বহন করে চলেছে।বিশ্বের প্রাচীনতম শহরের তালিকাএই তথ্যগুলি পাওয়া গিয়েছে ওয়ার্ল্ড স্ট্যাটিসটিক্সের এক্স হ্যান্ডেলের পোস্ট করা রিপোর্ট থেকে।যদিও এই তথ্য নিয়ে একাধিক দ্বিমতও রয়েছে। প্রত্নতত্ত্ববিদদের একাংশের ধারণা ৮ হাজার খ্রিষ্টপূর্বাব্দে তৈরি হয়েছে জেরিকো শহর। এটিকে বিশ্বের প্রাচীনতম জনবসতিপূর্ণ এলাকা হিসেবে উল্লেখ করা হয়। এ ছাড়া সিরিয়ার আলেপ্পো শহরে ৮ হাজার বছরের বেশি সময় ধরে জনবসতি রয়েছে। খ্রিস্টপূর্ব ৬ মিলেনিয়াম বছর আগে এই শহরে বসতির প্রমাণ মিলেছে। বাইব্লোস শহর যা লেবাননে অবস্থিত তা বিশ্বের প্রাচীনতম জনবসতিপূর্ণ শহরগুলির মধ্যে একটি । ৫ হাজার খ্রিস্টপূর্বাব্দে বসতির প্রমাণ রয়েছে এই শহরে। আবার সিরিয়ার দামাসকাস শহরটিকেও বিশ্বের প্রাচীনতম শহর বলে তকমা দিয়ে থাকেন অনেক ইতিহাসবিদরা। প্রায় ১১ হাজার বছর আগে এটি তৈরি হয়েছে বলে দাবি করেছেন অনেক ইতিহাসবিদরা।এদিকে, ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোটো দেশ। কিন্তু, সিল্যান্ড দেশটি সেভাবে আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও আন-অফিশিয়ালি এই দেশটি বিশ্বের ক্ষুদ্রতম দেশ। ভ্যাটিকান সিটির থেকেও যা আকারে এবং আয়তনে ছোটো। এর জনসংখ্যা এবং পরিসীমার কারণেই এই দেশটিকে ক্ষুদ্রতম দেশ বলে বিবেচনা করা হয়ে থাকে।
  • Link to this news (এই সময়)