• রোহিতের উত্তরাধিকার বহন করাই হার্দিকের বড় চ্যালেঞ্জ
    প্রতিদিন | ১৯ ডিসেম্বর ২০২৩
  • বোরিয়া মজুমদার: রোহিত শর্মাকে (Rohit Sharma) অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে নেতৃত্বের ব্যাটন হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) হাতে তুলে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই পদক্ষেপকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেটে ইতিমধ্যে তোলপাড় পড়ে গিয়েছে। ভবিষ্যতেও এই বিষয় নিয়ে যে আলোচনা ও বিতর্ক চলবে, হার্দিককে রোহিতের ছায়ার সঙ্গে লড়তে হবে, তা বলাই বাহুল্য।

    রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর প্রশ্নে মুম্বই ফ্র্যাঞ্চাইজির ভূমিকা ঠিক না ভুল? উত্তরাধিকারী হিসাবে হার্দিক যোগ্য কি না, তা তর্কসাপেক্ষ। তার উত্তর ভবিষ্যতের গর্ভে। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক হিসাবে রোহিতের যে সাফল্য, তা তুলনারহিত। আইপিএলে গত এগারো মরশুমে রোহিতের নেতৃত্বে পাঁচবার শিরোপা জয় করেছে মুম্বই ইন্ডিয়ান্স। যে অনবদ্য রেকর্ডের সঙ্গে একমাত্র তুলনা চলতে পারে চেন্নাই সুপার কিংসের হয়ে মহেন্দ্র সিং ধোনির অবিশ্বাস্য সাফল্য ও অবদানের। ২০১৩ থেকে ২০২৩। আইপিএলে রোহিতরাজের এটাই সময়পর্ব। কঠিন পরিস্থিতিতে দলের নেতৃত্বভার কাঁধে নিয়ে রোহিত শুধু মুম্বই ইন্ডিয়ান্সকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেননি, সঙ্গে উপস্থিত বুদ্ধিমত্তা ও কৌশলী পদক্ষেপে নিজেকে সফল অধিনায়ক এবং নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন।

    পরবর্তীতে তাঁর ভারত অধিনায়ক হওয়ার ভিত্তিভূমিও রচনা করেছে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসাবে রোহিতের সাফল্য। 
  • Link to this news (প্রতিদিন)