• হাওড়ার বস্তিতে বিধ্বংসী আগুন, শীতের রাতে খোলা আকাশের নীচে প্রায় ১০০টি পরিবার
    হিন্দুস্তান টাইমস | ২০ ডিসেম্বর ২০২৩
  • বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল হাওড়ার ডুমুরজলার ইছাপুর ক্যানাল রোড সংলগ্ন বস্তি। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা বস্তি। দমকল এসে পৌঁছনোর আগেই ভস্মীভূত হয়ে যায় সব কিছু। আগুনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেও ব্যর্থ হন বস্তিবাসীরা। এই অগ্নিকাণ্ডের জেরে প্রায় ১০০টি পরিবার শীতের রাতে আশ্রয়হীন হল।

    স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন লাগে। তার পর আগুন আর নিয়ন্ত্রণ করা যায়নি। শীতের রাতে দ্রুত ছড়াতে শুরু করে আগুন। খবর যায় দমকলে। জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন স্থানীয়রা। কিন্তু দমকল আসার আগেই আগুনের গ্রাসে চলে যায় কম বেশি ১০০টি ঝুপড়ি। একে একে বাড়তে থাকে দমকলের গাড়ির সংখ্যা। দমকলের ১২টি গাড়ি আগুন নেভানোর কাজ শুরু করে।

    স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার পর একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হয় বস্তিতে। যার ফলে আগুন ভয়াবহ আকার ধারণ করে। প্রায় ৩ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল। তবে গোটা বস্তি পুড়ে ছাই হয়ে গিয়েছে। যার ফলে প্রায় ১০০ পরিবার শীতের রাতে খোলা আকাশের নীচে এসে দাঁড়িয়েছে।

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)