• রোগীর পরিবর্তে অ্যাম্বুলেন্সে পাচার হচ্ছে গাঁজা
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৪
  • নিতাই দে, আগরতলা: রোগীর বদলে অ্যাম্বুলেন্স দিয়ে পাচার হচ্ছে গাঁজা।অ্যাম্বুলেন্স থেকে ২০ লক্ষ টাকার গাঁজা আটক। অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক অ্যাম্বুলেন্স। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার উনকোটি জেলার কৈলা শহরের কামরাঙ্গা বাড়ি এলাকায়। রাস্তায় টহল দেওয়ার সময় অ্যাম্বুলেন্সটি দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশ ধাওয়া করার পর অ্যাম্বুলেন্সটি ফেলে চালক পালিয়ে যাওয়ার পর তল্লাশি চালিয়ে ৫৩ টি গাঁজার প্যাকেট উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য ২০ লক্ষ টাকা। তিনটি ভুয়ো নাম্বার প্লেট উদ্ধার হয়েছে। পুলিশের আনুমান সেই নাম্বার প্লেট গুলি বিভিন্ন সময় এই নাম্বার প্লেট গুলি গাড়িতে লাগানো হতো পাচার করার কাজে। পুলিশ গাড়ি সহ গাঁজা আটক করে কয়লা শহর থানায় নিয়ে এসেছে।
  • Link to this news (আজকাল)