• পুরস্কার ফেরত নিয়ে তোপ রাহুল গান্ধীর
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: কুস্তিগীরদের পুরস্কার ফেরৎ দেওয়া নিয়ে সরব হলেন রাহুল গান্ধী। তাঁর মতে, ভারতের মেয়েদের কাছে পুরস্কারের থেকে সম্মান অনেক আগে। সেই কারণেই পুরস্কার ফিরিয়ে দিয়েছেন মহিলা কুস্তিগীররা। বজরং পুনিয়া, সাক্ষী মালিকের পর দিল্লির কর্তব্যপথে অর্জুন এবং খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দিয়েছেন ভিনেশ ফোগত। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় তাঁকে আটকে দেয় দিল্লি পুলিশ। তবে একটি চিঠিতে দাবি করেছেন, মহিলা কুস্তিগীরদের ন্যায় বিচার না পাওয়ার প্রতিবাদে পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন তিনি।রবিবার এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লিখেছেন, "প্রচার ও বিজ্ঞাপিত বাহুবলীর থেকে প্রাপ্ত রাজনৈতিক সুবিধা এই সমস্ত সাহসী মেয়েদের চোখের জলের থেকে বেশি মূল্যবান হওয়ার মূল্য দিতে হল। এই দেশের অভিভাবক প্রধানমন্ত্রী। তাঁর থেকে এই ধরণের অসংবেদনশীলতা প্রত্যাশিত নয়" ভিনেশ ফোগতের আগে পুরস্কার ফিরিয়ে দিয়েছন সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া। ব্রিজ ভূষণ শরণ সিংকে সরিয়ে তাঁরই ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে কুস্তি ফেডারেশনের চেয়ারম্যান করার প্রতিবাদে সামিল হয়েছেন কুস্তিগীররা। তাঁদের দাবি, সঞ্জয় সিংকে চেয়ারম্যান করার অর্থ বকলমে ব্রিজ ভূষণকেই সেই পদে বসানো। মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ব্রিজ ভূষণের বিরুদ্ধে। তাঁর গ্রেপ্তারি এবং কঠোর সাজার দাবিতে আন্দোলনে সামিল হন কুস্তিগীররা। যন্তরমন্তরে দীর্ঘদিন ধর্না, বিক্ষোভ প্রদর্শন করা হলেও, কোনও ন্যায় বিচার পাননি কুস্তিগীররা। তারমধ্যেই কুস্তি ফেডারেশনের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয় ব্রিজ ভূষণ ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে। যদিও নতুন কমিটি বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশকে চিঠি লিখে একটি অস্থায়ী কমিটি গঠন করতে বলেছেন এবং তার মাধ্যমেই কুস্তি ফেডারেশনের কাজ চালিয়ে যেতে বলেছেন। এই বিতর্কের মধ্যেই গত বুধবার হরিয়ানায় কুস্তিগীরদের আখরায় গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে বজরং পুনিয়া সহ অন্যান্য কুস্তিগীরদের সঙ্গে সময় কাটান তিনি।
  • Link to this news (আজকাল)