• কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদে রাস্তায় নেমে ট্রাক চালকদের বিক্ষোভ ...
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন,হুগলী: কেন্দ্রীয় পরিবহন নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল ট্রাক চালকরা। জাতীয় সড়কে আড়াআড়ি লরি দাঁড় করিয়ে অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ। লাঠি চালিয়ে অবরোধ সরায় পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার হুগলীর চন্ডীতলা থানার , জাতীয় সড়কে। কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন আইনের প্রতিবাদ জানিয়ে আন্দোলন চালান ট্রাক চালকরা। বছরের শেষ দিনে ডানকুনির পাঁচঘড়া এলাকায় দুর্গাপুর এক্সপ্রেসহাইওয়েতে টায়ার জ্বালিয়ে পরে গাছের ডাল ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ট্রাক চালকরা। সকাল এগারোটা থেকে অবরোধ শুরু হওয়ায় দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের মত ব্যস্ততম রাস্তায় তীব্র যানজটে সৃষ্টি হয়।জাতীয় সড়কের দুটি লেনে দাঁড়িয়ে পড়ে সারি সারি গাড়ি। অনেকক্ষন দাঁড়িয়ে থেকেও রাস্তা না খোলায় অনেকেই পায়ে হেঁটে যাত্রা শুরু করেন।চন্ডীতলা থানার পুলিশ গিয়ে প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বিক্ষোভকারীরা শোনেনি। পরে হুগলি গ্রামীন এলাকার সিঙ্গুর, মগড়া, গুরাপ, ধনিয়াখালী সহ বিভিন্ন থানা থেকে পুলিশ পৌঁছায়। পুলিশ বিক্ষোভকারীদের হটাতে গেলে শুরু হয় খন্ড যুদ্ধ। আন্দোলনকারীদের ইঁটের আঘাতে আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী।পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। ১৩জনকে আটক করা হয়। প্রায় দু ঘন্টা ধরে চলা অবরোধ সরিয়ে শুরু হয় যান চলাচল। ট্রাক চালকদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন আইনে বিপুল পরিমাণ জরিমানা সঙ্গে ১০ বছরের জেলের উল্লেখ রয়েছে। ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)