• নতুন বছরে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি পিছনোর সম্ভাবনা...
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের শুরুতেই একগুচ্ছ কর্মসূচি রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জির। তবে সূত্রের খবর, বছরের শুরুর দিকের বেশ কয়েকটি কর্মসূচি পিছিয়ে যাবে মুখ্যমন্ত্রীর। বছরের শেষ দিনে পাওয়া খবর অনুযায়ী, পিছিয়ে যেতে পারে ২জানুয়ারির নেতাজি ইনডোরের দলীয় কর্মসূচি। ৩ জানুয়ারি গঙ্গাসাগর পরিদর্শনে যাওয়ার কথা ছিল, তাও পিছিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। ৪ তারিখের জয়নগরের সভা স্থগিত বলেও খবর সূত্রের। একগুচ্ছ কর্মসূচি পিছিয়ে যাওয়ার জল্পনার মাঝেই কারণ হিসেবে জানা গিয়েছে, তাঁর বিশ্রামের প্রয়োজনের কথা। শুক্রবার এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রীর কাঁধে ছোট অস্ত্রোপচার করা হয়। সম্প্রতি পায়ের সমস্যাতেও চিকিৎসা চলছিল তাঁর। মনে করা হচ্ছে, শারীরিক কারণে তাঁকে আরও কিছুদিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে, সেই কারণেই পিছিয়ে যেতে পারে মুখ্যমন্ত্রীর বছর শুরুর বেশ কিছু কর্মসূচি।
  • Link to this news (আজকাল)