• মৃত্যুতেও আনন্দ! বক্স বাজিয়ে বাজি ফাটিয়ে শ্মশানযাত্রা সরযূবালার...
    ২৪ ঘন্টা | ০১ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শোক নয়, মৃত্যুতেও  আনন্দ! মৃত্যুতেও উদযাপনের রং। বক্স বাজিয়ে শ্মশান যাত্রা আত্মীয় স্বজনদের।

    শনিবার বলাগড় শ্মশানে এমনই দৃশ্য প্রত্যক্ষ করলেন এলাকার বাসিন্দা-সহ পথচলতি মানুষজন। শুক্রবার রাত ১টা নাগাদ হুগলির বলাগড়ের শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর ধাওয়া পাড়ার বাসিন্দা শতায়ু বৃদ্ধা সরযূবালা পাল পরলোকগমন করেন। তেঁতুলিয়া গ্রামে থাকেন তাঁর পুত্র আনন্দ পাল। সেই বাড়িতে মৃত্যু হয় তাঁর। শ্মশানে দেহ দাহ করতে নিয়ে আসা হয় শনিবার সকালে। তবে, মৃত্যু মানেই শোক তা কিন্তু এখানে একটিবারও বোঝা যায়নি। রীতিমতো বক্স বাজিয়ে হরিনাম সংকীর্তন বাজিয়ে এবং বাজি ফাটিয়ে সরযূবালার শেষযাত্রা হল। এরপর নিয়ম মেনে দাহকার্য সম্পন্ন হল। সরযূবালা পালের পুত্র আনন্দ পাল জানান, দিদিমা অনেক বয়সে মারা গিয়েছেন, তাই নাতিরা এই আয়োজন করেছেন। একশো বছরে কেউ মারা গেলে তাঁর জন্য শোকের পরিবর্তে আনন্দ থাকে। সেটাই দেখা গেলো বলাগড়ে।
  • Link to this news (২৪ ঘন্টা)