• বছরের প্রথমদিনেই মহাকাশে এক্সপোস্যাট পাঠাল ইসরো
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের প্রথম দিনেই ইতিহাস গড়ার লক্ষ্যে ইসরো। চন্দ্রযান-৩-এর সাফল্যের পর এবার মহাকাশে স্যাটেলাইট পাঠাল ইসরো। সোমবার সকাল নটা দশ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এক্সপোস্যাট উৎক্ষেপিত হয়েছে। এবার কৃষ্ণগহ্বরের গবেষণায় নতুন তথ্যের খোঁজে স্যাটেলাইট পাঠানো হল। উল্লেখ্য, এটি দেশের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট। এর আগে ২০২১ সালে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করে নাসা। কৃষ্ণগহ্বরের পাশাপাশি মহাকাশে এক্স রশ্মির পোলারাইজেশন বিষয়ে অনুসন্ধান করবে এটি।
  • Link to this news (আজকাল)