• দেশে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: বছরের শেষ দিনটিতেও ভাল খবর নেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে। কারণ, রবিবারের পরিসংখ্যান অনুযায়ী গত ৭মাসে রেকর্ড ছুঁয়েছে করোনা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮৪১ জন। ফলে নতুন বছরের শুরুর আগেই সক্রিয় রোগির সংখ্যা ৪ হাজারের গণ্ডি পার পেয়েছে।স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় সক্রিয় রোগির সংখ্যা ৪,৩০৯ জন। তার আগে ২৪ ঘণ্টায় সক্রিয় রোগির সংখ্যা ছিল ৩,৯৯৭ জন। কেরল, কর্নাটক এবং বিহারে একজন করে আক্রান্তের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। বিশেষজ্ঞদের বক্তব্য, একদিকে জেএন১ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং অন্যদিকে প্রচণ্ড ঠাণ্ডা, দুই মিলে বাড়ছে মোট আক্রান্তের সংখ্যা। ২০২০ সালের জানুয়ারিতে করোনা ছড়িয়ে পড়ার পর থেকে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৪ কোটি এবং মৃত্যুর সংখ্যা ৫,৩৩,৩৬১ জন। তবে এবং মধ্যেও আরোগ্য়লাভের হার ৯৮.৮১ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে এখনও পর্যন্ত মোট আরোগ্যলাভের সংখ্যা ৪.৪৪ কোটি।
  • Link to this news (আজকাল)