• নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনুসের ৬ মাসের কারাদণ্ড
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শ্রম আইন লঙ্ঘন মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের শ্রম আদালত। পাশাপাশি ইউনূসের ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। সোমবার দুপুরে ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এই রায় ঘোষণা করেন। রায়ে ৩০ দিনের মধ্যে শ্রমিকদের চাকরিস্থায়ী করা, কল্যাণ তহবিলের গঠন ও শ্রমিকদের ৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আপিলের শর্তে ৫ হাজার টাকা বন্ডে চারজনকেই এক মাসের জামিন দেওয়া হয়েছে। দুপুর আড়াইটার দিকে রায় পড়া শুরু করেন বিচারক। ৮৪পাতার রায়ের সারসংক্ষেপ পড়ে শোনান হয়। এর আগে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৪ ডিসেম্বর ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা রায়ের জন্য ১ জানুয়ারি দিন ধার্য করেন। গ্রামীণ টেলিকমের ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়ার অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলাটি করে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর।
  • Link to this news (আজকাল)