• সুনামি আছড়ে পড়ল জাপানে, সতর্কতা জারি রাশিয়া, কোরিয়াতেও ...
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পরপর জোরাল ভূমিকম্পের পর সুনামি আছড়ে পড়ল জাপানের পশ্চিমাঞ্চলে। ইশিকাওয়ায় ওয়াজিমা শহরে প্রথম সুনামি আছড়ে পড়েছে। জাপানের আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উপকূলে ১.২ মিটার উঁচু সুনামির প্রথম ঢেউ আছড়ে পড়েছে। ইশিকাওয়ায় নোতো এলাকায় ৫ মিটার উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ভারতীয় সময় বেলা ১টা নাগাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। ভূমিকম্পের পরেই ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামা অঞ্চলের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূল ছেড়ে জনগণকে দ্রুত উঁচু ভূমি বা নিকটবর্তী ভবনের চূড়ায় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার তীব্র কম্পন অনুভূত হয়েছে জাপানের রাজধানী টোকিয়োতেও। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির ৫০ কিলোমিটার গভীরে। সূত্রের খবর, জাপানে পরপর ২১ বার তীব্র কম্পন অনুভূত হয়েছে। জাপানে ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে রাশিয়া, কোরিয়াতেও। জাপানের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বিদ্যুৎহীন ৩৩ হাজার পরিবার।
  • Link to this news (আজকাল)