• শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের প্রথমদিনেই জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। শক্তিশালী ভূমিকম্পের পর ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামা অঞ্চলের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা। এখনও পর্যন্ত প্রাণহানি, ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে টিভির খবরে বলা হয়েছে, হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, তারা তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনও অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখছে।জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ইশিকাওয়া ও এর আশেপাশের প্রশাসনিক অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। এনএইচকে টিভি সতর্ক করে দিয়ে বলেছে, সমুদ্রের ঢেউয়ের স্রোত ৫ মিটার (১৬.৫ ফুট) পর্যন্ত উচ্চতায় পৌঁছতে পারে। জনগণকে যত দ্রুত সম্ভব উঁচু ভূমি বা নিকটবর্তী ভবনের চূড়ায় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এনএইচকে জানিয়েছে, ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা শহরের উপকূলে এক মিটারেরও বেশি উচ্চতার ঢেউ আঘাত হেনেছে।
  • Link to this news (আজকাল)