• গাজায় সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রাষ্ট্রসংঘের
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গাজায় ছড়িয়ে পড়তে পারে সংক্রামক রোগ। এমনই সতর্কবার্তা জারি করেছে রাষ্ট্রসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয়। ইজরায়েলের হামলায় মানবিক সহায়তার অভাব ও বিপর্যয়কর পরিস্থিতিতে দুর্ভোগে গাজাবাসী। রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে, সম্প্রতি দক্ষিণ গাজা জুড়ে বহু মানুষকে সরানোর প্রয়োজনের কারণে গাজায় রোগের বিস্তার তীব্র হয়েছে। জনসংখ্যার বিশাল চাহিদা মেটাতে লড়াই করছে উপত্যকার প্রতিটি হাসপাতাল। যুদ্ধের জেরে অধিকাংশেরই পরিষেবা বন্ধ হয়ে গেছে। চাপ সৃষ্টি হয়েছে প্যালেস্তাইনের স্বাস্থ্য ব্যবস্থার ওপর। প্রায় ১ লক্ষ ৮০ জন মানুষ ওপরের শ্বাসযন্ত্রের সংক্রমণে ভুগছেন। ডায়রিয়ার ঘটনা রয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৪০০টি যার মধ্যে অর্ধেকই পাঁচ বছরের কম বয়সী শিশু। ইতিমধ্যে স্ক্যাবিসে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৪০০ জন, চিকেন পক্স ৫ হাজার ৩৩০ জনের, ত্বকে ফুসকুড়িতে ভুগছেন ৪২ হাজার ৭০০ ও মেনিনজাইটিসে ভুগছেন আরও ১২৬ জন। ঘরছাড়া হয়েছেন প্রায় ১৯ লক্ষ মানুষ। খাদ্য ও বেঁচে থাকার জরুরি পণ্যের অভাব এবং দুর্বল স্বাস্থ্যবিধির কারণে বাড়ছে সংক্রমণের সংখ্যা।
  • Link to this news (আজকাল)