• মেসির পরেই অবসর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব ফুটবলে আলাদা মাহাত্ম্য রয়েছে দশ নম্বর জার্সির। এই জার্সিধারী কিংবদন্তিদের তালিকায় রয়েছেন পেলে, দিয়েগো মারাদোনা, লিওনেল মেসি, মিশেল প্লাতিনি, ইয়োহান ক্রুইফ, ফেরেঙ্ক পুসকাস, জিনেদিন জিদান, রোনাল্ডিনহোর মত বিখ্যাত ফুটবলাররা। আর এবার এই দশ নম্বর জার্সির অবসরের ঘোষণা করল আর্জেন্টিনা। লিওনেল মেসির অবসরের সঙ্গে সঙ্গে তুলে রাখা হবে এই দশ নম্বর জার্সিও। অর্থাৎ, এই নম্বরের জার্সি আর কেউ ব্যবহার করতে পারবেন না। কয়েক বছর আগে ১৯৯৮৬ বিশ্বকাপের নায়ক দিয়েগো মারাদোনার সম্মানে ১০ নম্বর জার্সি তুলে রাখতে চেয়েছিল আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। কিন্তু ফিফার নিয়ম তাতে বাধা হয়ে দাঁড়ায়। নিয়ম অনুযায়ী, শীর্ষ টুর্নামেন্টে সব জাতীয় দলকে অবশ্যই ১ থেকে ২৩ এর মধ্যে জার্সি নম্বর ব্যবহার করতে হবে। মারাদোনার সম্মানে জার্সি তুলে রাখার ওই সিদ্ধান্তের সময় শেষবার ১০ নম্বর জার্সি পরে মাঠে নামার কথা ছিল প্রাক্তন অ্যাটাকিং মিডফিল্ডার আরিয়েল ওর্তেগার। কালের পরিক্রমায় ১০ নম্বর জার্সির মালিক হন মেসি। সর্বশেষ আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ জেতানোর পর শেষবার তার গায়েই দেখা যাবে বিখ্যাত ১০ নম্বর জার্সি। আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক আনুষ্ঠানিকভাবে অবসর নিলেই তার জার্সিকে অবসরে পাঠানো হবে, এমনটাই জানিয়েছেন এএফএ-এর প্রধান ক্লদিও তাপিয়া। মেসিকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১৮০ ম্যাচ খেলে ১০৬টি গোল করেছেন মেসি। তার নেতৃত্বে ২০২১ কোপা জেতার পর ২০২২ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা।
  • Link to this news (আজকাল)