• ‌ অধ্যাপকের চাকরি ছেড়ে এই ব্যক্তি এখন ‘‌পিএইচডি সবজিওয়ালা’‌ ...
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ চার চারটি মাস্টার ডিগ্রি। সঙ্গে পিএইচডি। সেই ব্যক্তিই বাড়ি বাড়ি ঘুরে সবজি বিক্রি করেন। সন্দীপ সিং (‌৩৯)‌। পাতিয়ালায় পাঞ্জাবি বিশ্ববিদ্যালয়ের এক জন চুক্তিভিত্তিক অধ্যাপক ছিলেন তিনি। আইন বিভাগে ১১ বছর চুক্তিভিত্তিক অধ্যাপক থেকেছেন। আইনেই করেন পিএইচডি। এছাড়া পাঞ্জাবি, সাংবাদিকতা এবং রাষ্ট্রবিজ্ঞান–সহ চারটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। পরীক্ষার জন্য নিয়মিত প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি পাঞ্জাবে শাকসবজি বিক্রি করেন। সন্দীপের দাবি, চাকরি করার সময় তাঁকে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়েছিল। বিশ্ববিদ্যালয়ে আসতে না পারলে বা ছুটি নিলে তাঁর বেতন কাটা হত। নিয়মিত বেতনও পেতেন না বলে তাঁর অভিযোগ। সেকারণেই চাকরি ছেড়ে ব্যবসায় পা রাখা। সন্দীপের সবজির ভ্যানে একটি বোর্ড লাগানো আছে। তাতে লেখা ‘পিএইচডি সবজিওয়ালা।’ সন্দীপ জানিয়েছেন সবজি বিক্রি করে তার আয় আগের চেয়ে বেশি হয়। তাঁর ইচ্ছে, আগামীদিনে নিজের টাকায় একটি টিউশন সেন্টার খোলার।
  • Link to this news (আজকাল)