• সূর্য নমস্কারে বিশ্ব রেকর্ড গড়ল গুজরাট
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সূর্য নমস্কারে বিশ্ব রেকর্ড গড়ল গুজরাট। নতুন বছরের শুরুর দিনে, সোমবার সকালে গুজরাটের ১০৮টি জায়গা থেকে অন্তত ৪ হাজার মানুষ সূর্য নমস্কার প্রদর্শন করেন। একসঙ্গে এত সংখ্যক মানুষ সূর্য নমস্কার করায় গুজরাট গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। রাজ্যের প্রশংসা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি লিখেছেন, অসাধারণ কৃতিত্বের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানিয়েছে গুজরাট। তিনি লিখেছেন, একসঙ্গে ১০৮টি জায়গা থেকে সবথেক বেশি সংখ্যক মানুষ সূর্য নমস্কার করার জন্য রেকর্ড তৈরি করেছে। আমরা জানি, ১০৮ নম্বরটি আমাদের সংস্কৃতিতে একটি বিশেষ তাৎপর্য বহন করে থাকে। ১০৮টি জায়গার মধ্যে রয়েছে বিখ্যাত মোধেরা সূর্য মন্দির, যেখানে এদিন বহু মানুষের জমায়েত হয়েছিল। একইসঙ্গে মোদি, সকলকে তাঁদের দৈনন্দিন রুটিনে সূর্য নমস্কারকে যুক্ত করার আবেদন জানিয়েছেন।
  • Link to this news (আজকাল)