• বক্সা'র জঙ্গলে ফের দেখা মিলল বাঘের
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: বক্সার জঙ্গলে আবারও বাঘের দেখা মিলল। বছরের শেষ দিন বনদপ্তরের লাগানো ক্যামেরায় বাঘের ছবিটি ধরা পড়ে। রবিবার সকাল ১০টা নাগাদ ধরা পড়া ছবিতে দেখা গেল দিনের আলোয় বক্সার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তিন দিন আগেও এই জঙ্গলেই লাগানো ক্যামেরায় রাতের বেলা তোলা আরোও একটি ছবি সামনে এসেছিল। এরই সঙ্গে জঙ্গল লাগোয়া নদীর বালিতে বাঘের পায়ের ছাপ বা "পাগমার্ক"ও দেখা গিয়েছিল। পর পর কয়েকদিন একাধিক ছবি ও পাগমার্ক দেখা দেওয়ায় বক্সার বাঘবনে রয়্যাল বেঙ্গল রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। একটি অথবা একাধিক বাঘ বক্সার জঙ্গলে পাকাপাকি ডেরা গেড়েছে নাকি ভুটানের জঙ্গল থেকে এই জঙ্গলে নেমে এসে ডোরাকাটারা অস্থায়ীভাবে বসবাস করছে তাই এখন আলোচনার বিষয়৷ বাঘগুলির গতিবিধির পথ খুঁজতে এবং সেগুলির নিরাপত্তা নিশ্চিত করতে বনকর্মীরা এখন নাওয়াখাওয়া ভুলে কোমর বেঁধে নেমেছেন।জানা গিয়েছে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে বক্সার জঙ্গলে বাঘের ঘুরে বেড়ানোর একটি ছবি ধরা পড়েছিল। এই বাঘটির বয়স সাড়ে তিন থেকে চার বছর বলে বনদপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছিল। তবে এই বাঘটি ভুটানের জঙ্গল থেকে নেমে এসেছিল সে বিষয়ে বনকর্মীরা নিশ্চিত করেছিলেন। বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চল বাঘেদের থাকার পক্ষে আদর্শ স্থানে পরিণত হয়েছে। সঙ্গীনীর খোঁজে পুরুষ বাঘেরা ভুটানের জঙ্গল থেকে বক্সায় নেমে আসতে পারে। বক্সাতে বাঘিনী থাকলে এই বাঘ পাকাপাকি বক্সাতেই থেকে যেতে পারে। এরই পাশাপাশি ভুটান লাগোয়া বক্সায় অন্যান্য কারণেও ভুটান থেকে বাঘেরা বারংবার চলে আসে। জানা গিয়েছে ১৯৯৮ সালে বক্সায় শেষ বার বাঘের দেখা মিলেছিল। এর পর দীর্ঘ ২৩ বছরের ব্যবধানে ২০২১ সালের ১১ ডিসেম্বর বক্সার জঙ্গলে রয়্যাল বেঙ্গল এর ছবি ধরা পড়েছিল। এর ঠিক দুই বছর পর এক সপ্তাহের মধ্যেই দুই বার ভিন্ন দুটি জায়গায় বাঘের ছবি ও নদীর পাড়ে পায়ের ছাপ দেখা গিয়েছে। এই ঘটনায় বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা উচ্ছ্বসিত। তবে বাঘটির নিরাপত্তার স্বার্থে - জঙ্গলের কোন এলাকায় বাঘটিকে দেখা গিয়েছে তা প্রকাশ্যে আনা হয়নি। ছবি: বনদপ্তরের সূত্রে পাওয়া
  • Link to this news (আজকাল)