• তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, বার্তা দিলেন মমতা-অভিষেক
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ১ জানুয়ারি। রাজ্য জুড়ে নানা কর্মসূচি পালন করছেন দলের নেতা-নেত্রী, কর্মী, সমর্থকরা। বিশেষ দিনে দলের কর্মী, সমর্থকদের বার্তা দিলেন মমতা-অভিষেক। দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে লিখেছেন, "মা-মাটি-মানুষের সেবায় ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথে আমাদের মূল দিশারী ছিল দেশমাতৃকার সম্মান, বাংলা মায়ের স্বার্থ এবং মানুষের গণতান্ত্রিক অধিকার। আজও আমাদের দলের প্রতিটি কর্মী-সমর্থক এইসব লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ।" বার্তায় কর্মী-সমর্থকদের লড়াই জারি রাখার কথা বলেছেন। তিনি বার্তার শেষাংশে লিখেছেন, "আপনাদের অকুন্ঠ সমর্থনকে পাথেয় করেই বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রতিটি মানুষের জন্য লড়াই চালিয়ে যাব আমরা। কোনরকম অপশক্তির কাছে মাথা নত নয়। সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে।" আগামীদিনে লড়াইয়ের ডাক দিয়েছেন অভিষেকও। বার্তায় তিনি লিখেছেন, "নতুন বছরে নব-উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত হন। সকল ক্লেদ, বিষাদ, গ্লানি মুছে যাক সুখের পরশে-এই প্রার্থনা আমার।" দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল ভবনে সোমবার সকালে দলের পতাকা উত্তোলন করেন সুব্রত বক্সি, উপস্থিত ছিলেন দলের প্রথম সারির নেতা নেত্রীরা।
  • Link to this news (আজকাল)