• বছরের শুরুতেই নামল পারদ, শীতের আমেজ বাড়বে চলতি সপ্তাহে ...
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গত দুই সপ্তাহ ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে উধাও শীতের আমেজ। দিনের বলায় রীতিমতো ফ্যান চালাতে হচ্ছিল। কিন্তু বছরের শুরুতেই সামান্য স্বস্তি মিলল। প্রথমদিনেই আরও নামল তাপমাত্রার পারদ। যদিও দিনের বেলায় এই আমেজটুকু পাওয়া যাবে না। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা রবিবারের তুলনায় আরও খানিকটা কম। যদিও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরেই। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পুবালি হাওয়ার দাপট রয়েছে। চলতি সপ্তাহে নিম্নচাপের কারণে বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।৪ জানুয়ারি থেকে শীতের আমেজ বাড়বে। বুধবার থেকে আরও নামবে তাপমাত্রার পারদ। কনকনে শীতের আমেজ পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এদিকে সোমবারে সান্দাকফু-সহ দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (আজকাল)