• 'চাকরির টাকা নেওয়ার থেকে মায়ের শরীরের মাংস কেটে নেওয়া ভালো'
    আজ তক | ০১ জানুয়ারি ২০২৪
  • বছরের প্রথম দিনেই দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তৃণমূলের একাংশ দুর্নীতি করেছে, চাকরি চুরি হয়েছে তা মানলেন কলকাতার মেয়র ফিরহাদ। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ফিরহাদের এই মন্তব্যে শুরু হয়েছে জলঘোলা। 

    তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের ৮২ নম্বর ওয়ার্ড কমিটির মঞ্চ থেকে ফিরহাদ হাকিম মন্তব্য করেন, 'স্বীকার করতে বাধা নেই, দলের একাংশ দুর্নীতি করেছে। চাকরি চুরি হয়েছে। চাকরির জন্য টাকা নেওয়ার মতো ঘৃণ্য কাজের চেয়ে মায়ের শরীর থেকে মাংস কেটে নেওয়া অনেক ভালো বলে আমি মনে করি।' 

    ফিরহাদ হাকিমের বাড়িতেও আগে সিবিআই তল্লাশি চালিয়েছিল। সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, 'তৃণমূল কংগ্রেস একটা সংসার। কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন। কিন্তু, তা বলে সবাই নই। আমার বাড়িতেই সিবিআই তল্লাশি চালিয়েছে। তবে চেতলার কোনও মানুষ দাঁড়িয়ে আজ বলতে পারবে, ফিরহাদ হাকিম কোনও দুর্নীতি করেছেন? ২৫ বছরে কোনও কাউন্সির, কোনও প্রমোটার, কারোর কাছ থেকে হাত পেতে একটা পয়সা নিয়েছেন?' 

    তারপরই ফিরহাদ হাকিমের সংযোজন দলের একাংশ চাকরি চুরি করেছে। দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। তিনি বলেন, 'চাকরির জন্য টাকা নেওয়ার মতো ঘৃণ্য কাজের চেয়ে মায়ের শরীর থেকে মাংস কেটে নেওয়া অনেক ভালো বলে আমি মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেন না। করতে পারেন না। এটা তৃণমূল কর্মীদের বিশ্বাস করতে হবে।' তবে দল যে এই দুর্নীতি বরদাস্ত করবে না তাও স্পষ্ট করে দেন ফিরহাদ হাকিম। 

    তবে বিজেপিকেও আক্রমণ করেন ফিরহাদ হাকিম। বলেন, 'বিজেপি চক্রান্ত করছে। ওদের রাজ্যে কোনও সংগঠন নেই। সেকারণে নেগেটিভ পাবলিশিটি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিজেপি চেষ্টা করছে নেগেটিভ পাবলিশিটি করে মানুষের মনে জায়গা পেতে। ভোটবাক্সে প্রভাব ফেলতে। কিন্তু তা হবে না। বিজেপির কাছে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বেকার ভাতা নেই। তাই ওরা ব্যক্তিগত আক্রমণ করছে।'

     
  • Link to this news (আজ তক)