• একদিনের ক্রিকেটকে বিদায় ওয়ার্নারের, তবে খোলা রাখলেন চ্যাম্পিয়ন্স ট্রফির রাস্তা...
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: একদিনের ক্রিকেটেকে বিদায় জানালেন ডেভিড ওয়ার্নার। নতুন বছরের প্রথমদিন নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন অস্ট্রেলিয়ান তারকা। পাকিস্তানের বিরুদ্ধে ৩ জানুয়ারি শুরু হবে সিডনি টেস্ট। তারপর টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা আগেই করেছিলেন ওয়ার্নার। এবার একদিনের ক্রিকেটকে গুডবাই জানানোর সিদ্ধান্ত জানালেন অজি ব্যাটার। তবে অবসর নিলেও, প্রয়োজনে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলের সম্ভাবনা খোলা রাখলেন। সোমবার বছরের প্রথম দিনই সাংবাদিক সম্মেলনে এমন ঘোষণা করেন ৩৭ বছরের তারকা ক্রিকেটার। এদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়ার্নার বলেন, "আমি নিশ্চিতভাবেই ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নিচ্ছি। এটা আমি বিশ্বকাপের মধ্যেই বলেছিলাম। তারমধ্যেই বিশ্বকাপ খেলেছি। ভারতে বিশ্বকাপ জেতা বিশাল স্বীকৃতি। আমি জানি সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে। যদি আমি দু"বছরের মধ্যে ভাল ক্রিকেট খেলি এবং দলের প্রয়োজন হয়, আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য প্রস্তুত।" একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার হয়ে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রহক ওয়ার্নার। এখনও পর্যন্ত ১৬১ ম্যাচে ৪৫.৩০ গড়ে বাঁহাতি ব্যাটার ৬৯৩২ রান করেছে। এর মধ্যে রয়েছে ২২টি শতরান। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিংয়ের। তাঁর সংগ্রহ ২৯ শতরান। একশো করার দিক থেকে এর পরেই রয়েছেন ওয়ার্নার। তবে একদিনের ক্রিকেটকে বিদায় জানালেও আন্তর্জাতিক টি-২০ খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ওয়ার্নার। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলতে চান। ২০০৯ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ওয়ার্নারের। ১৫ বছরের ক্রিকেটজীবনে দুটি বিশ্বকাপ জিতেছেন।২০২৩ বিশ্বকাপ জয়ে অবদান রয়েছে তাঁর। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তিনি। ১১ ম্যাচে ওয়ার্নার করেন ৫৩৫ রান। তারমধ্যে রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ১৬৩ রানের দুর্দান্ত ইনিংস।
  • Link to this news (আজকাল)