• ‌নতুন বছরের শুরুতেই নতুন ট্রেন পেল বাংলা
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ নতুন বছরের শুরুতেই নতুন ট্রেন পেল বাংলা। চালু হল শিয়ালদহ–বালুরঘাট এক্সপ্রেস। সোমবার ট্রেনটির সূচনা হল বালুরঘাট থেকে। উত্তর–পূর্ব সীমান্ত রেলের এই ট্রেনটি প্রতিদিন শিয়ালদহ থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়। নৈহাটি, ব্যান্ডেল হয়ে কাটোয়া লাইন ধরবে। মালদা টাউন স্টেশনে পৌঁছবে ভোর ৫টা ৫০ মিনিটে। বালুরঘাট পৌঁছবে সকাল সাড়ে ৮টায়। বালুরঘাট থেকে ডাউন ট্রেনটি ছাড়বে সন্ধে ৭টায়। একই রুটে এসে শিয়ালদহ পৌঁছবে ভোর ৪টে ২০ মিনিটে। প্রসঙ্গত, শনিবার মালদা থেকে বেঙ্গালুরু অবধি চালু হয়েছে অমৃত ভারত এক্সপ্রেস। ঠিক দু’‌দিন পরেই আরও একটি নতুন ট্রেন পেল বাংলা। 
  • Link to this news (আজকাল)